নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নিরন্তর জেগে আছি দুঃখ জয়ের অভিমানে

২১ শে জুন, ২০১৭ রাত ৯:৫৫



জানতো, এখন আমি একাই থাকি।
প্রত্যহিক সকল কাজ একাই করি
আলসে বলে খুব খেপাতে
আলসে আমি আজ আছি,
এতটুকু বদলাইনি, কেবল তুমি বদলে গেলে।

তোমার এই বদলে যাওয়া
নিরন্তন কষ্টের গভীর কালো
অমানিশায় ডুবিয়ে রাখে আমাকে
দগ্ধ করে পড়তে পড়তে।

অকারনে এখন আর তোমাকে নিয়ে কাব্য লিখি না
তোমাকে নিয়ে দুঃখ পাওয়ার
ছেলেমানুষি অভিমন এখন আর মনের দুয়ারে কড়া নারে না
বদলে যাওয়ার প্রতিযোগিতায় আমিও থাকতে চাই
হেরে যাওাদের দলে থাকতে থাকতে
জেনে গেছি জয়ি হওয়ার মূলমন্ত্র।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: আমি কি একটি নাম দিয়ে দিব?

২১ শে জুন, ২০১৭ রাত ১০:১৪

রানার ব্লগ বলেছেন: দিয়ে দিন , ধন্যবাদ !!

২| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:১৯

কানিজ রিনা বলেছেন: অনেক হাড়াতে হোল জীবনে তোমায়
সেই অপধাধে তুমি অপরাধী এবার
একলা তুমি কাঁদওওও মান্নাদের গান।
কবিতা ভাল হয়েছে। ধন্যবাদ,

২১ শে জুন, ২০১৭ রাত ১০:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:২০

বিজন রয় বলেছেন: "নিরন্তর জেগে আছি দুঃখ জয়ের অভিমানে"

কিছু বানান ঠিক করে দিন।

ধন্যবাদ
শুভকামনা রইল।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:২৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, নাম টা ভালো লাগছে !!! নিয়ে নিলাম ।

৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩২

বিজন রয় বলেছেন: আবারো ধন্যবাদ শিরোণামটি গ্রহণ করার জন্য।
আমি উৎসাহিত, আমি গর্বিত।

পুরস্কার স্বরূপ এটি আমি নিয়ে নিলাম প্রিয়তে।
এবার আর আপনাকে ভুলবো না মনে হয়।

আমাকে এভাবে সন্মানিত করার জন্য অনেক অনেক শুভকামনা।

২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৩

রানার ব্লগ বলেছেন: আমি ভাষা হারিয়ে ফেলেছি । তাই উত্তর দিতে পারছি না। শুধু ধন্যবাদ দিয়ে অকারনে আপনাকে ছট করবো না। ভালো থাকবেন নিরন্তর।

৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা পড়ে

২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৩

রানার ব্লগ বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার কাম্য !!! ধন্যবাদ !!!

৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২১ শে জুন, ২০১৭ রাত ১১:১০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! ধ্রুবক আলো !! আপনার আইডি টা আমার বেশ পছন্দের। ভালো থাকবেন।

৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৮

দিকভ্রান্ত এক পথিক বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। সুন্দর লিখেছেন

আমিও কবিতা লেখি, কিন্তু কেউ পড়ে না। আমি এখনও পর্যবেক্ষনে :(

২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! ব্যাপার না আজ পরছে না দেখবেন কাল পরবে !!! নিশ্চিত থাকেন !!!

৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৪

ওমেরা বলেছেন: সময়ের সাথে আমরা নিজেকে ঠিকই মানিয়ে নেই ।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য ।

২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬

রানার ব্লগ বলেছেন: ঠিকি বলেছেন সময় সব থেকে বড় শিক্ষক। ধন্যবাদ !!

৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৩

নাগরিক কবি বলেছেন: সুন্দর, কিছু টাইপো আছে রানার সাহেব ;)

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! টাইপ গুল ঠিক করতে হবে, বাংলা টাইপে আমি অপটু। :#)

১০| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:

"অকারনে এখন আর তোমাকে নিয়ে কাব্য লিখি না
তোমাকে নিয়ে দুঃখ পাওয়ার
ছেলেমানুষি অভিমন এখন আর মনের দুয়ারে কড়া নারে না "

- এখনো একই বৃত্তে

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৫

রানার ব্লগ বলেছেন: বৃত্ত ছেড়ে বের হওয়ার চেস্টায় আছি।

১১| ২২ শে জুন, ২০১৭ রাত ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:




বাহ!

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! ভালো থাকবেন ।

১২| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৫৮

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.