নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বিশ্বাস করো তোমাকে পাওয়ার জন্য
মাঝ গঙ্গায় ডুব দিয়েছিলাম
মাঘের কনকনে ঠান্ডায় নৈবদ্য দিয়েছিলাম
কৈলাসের চুড়ায় এক পায়ে ঠায় দাড়িয়ে।
ভরা পূর্ণিমায় নিজেকে উৎসর্গ করেছিলাম
আকাশ গঙ্গার পদতলে
বিশ্বাস করো তোমার জন্য
বাগানের কোন ফুল আমি ফুটতে দেয়নি।
সকল কলি না ফোটার বেদনায় কেপেছে থরথরিয়ে
নিষ্ঠুর শাসকের মতো চেপে ধরেছি তাদের টুটি
জনপদ থেকে জনপদ ভাসিয়ে দিয়েছি রক্তগঙ্গায়
সূর্য কে করেছি পদনত, চাঁদ কে দিয়েছি মুক্তি
অহর্নিশি প্রদিক্ষনের দায় থেকে।
লক্ষ কোটি প্রত্যাশিতের ন্যায় আমিও একজন
যে জ্ঞ্যান শুন্য হয়েছিল তোমারি প্রেমের মোহে
বিবশ ছিলাম অনন্তকাল ধরে
কে এক জন বলেছিল খেজুর পাতায় লক্ষ্য বার
তোমার নাম লিখে ভাসিয়ে দিলে
তবেই তুমি দেখা দাও,
সারা জাহানের সব খেজুর পাতায়
কেবল তোমারি নাম লখেছি
ভাসিয়ে দিয়েছি সহস্র জল ধারায়।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আমার ব্লগে আসা কমিয়া দিয়েছেন , মাঝে মাঝে আসবেন আপনাদের মন্তব্য আমার কাজে লাগে খুব নিজেকে আর দক্ষ করতে।
২| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬
কানিজ রিনা বলেছেন: হায় আপনার বিশ্বাসের কথা পড়ে আমাকে
পাওয়ার জন্য একজন বানর মানুষের কথা
মনে পড়ে গেল। বিশ্বাস করো তোমাকে
পাওয়ার জন্য আমি চল্লিশ মাইল পথ অতিক্রম
করে পায়ের জুতা ছিলাম। বিশ্বাস করো
তোমাকে পাওয়ার জন্য আমি কবরে গিয়ে
ওষুধ খেয়ে গর্তে ঘুমিয়ে ছিলাম লোকজন
আমাকে উদ্ধার করে তোমাকে আনতে গিয়েছিল। বিশ্বাস করো তোমাকে পাওয়ার
জন্য আমি বাবা মা সব ছেড়ে ছিলাম।
আসলে বাবা মা ওকেই ছেড়ে ছিল। আরও
কতকি,তারপর আমাকে পাওয়ার পর চার
বৎসর পড়ে আবার আর একজনকে পাওয়ার
জন্য কাটা ছাগলের মত ছটফট করতো।
তখন আমার আর ফিরে যাওয়ার পথ ছিলনা
আমি সন্তানের মা।
তারপর কত কত পাওয়ার জন্য আমাকে
সাজা সাস্তি দিয়েছে দুইযুগ ধরে।
লোকটা মানুষের মত দেখতে কিন্তু অমানুষ
বানর ছিল। কিছু মনে নিয়েন না পুড়ানো
স্মৃতি মনে পড়ে গেল বলে ফেললাম নিজের
সত্যটা। তবুও আপনার কবিতা ভাল লাগল।
ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০১
রানার ব্লগ বলেছেন: শুনে খারাপ লাগলো। আশা করি সব দুঃসহ সৃতি ভুলে সামনে এগিয়ে যাবেন। সঙ্গে থাকুন।
৩| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
এত কস্টের চাওয়া!
০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬
রানার ব্লগ বলেছেন: চাওয়া গুল কষ্টেরই হয়। ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।