নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভাতের ক্ষুধা

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:২১

এক মুঠ ভাত এক মুঠ আশা
এই ছিল তার চাওয়া।
ছোট্ট চোখে ছিল না কোন বৈভবের ছায়া
খুদ্র দুটি হাত দিবানিশি কাজ করে যায়
এতটুকু নিশ্চয়তার অন্বেষণে

ফেলে আসা ক্ষুধার রাজ্যে
সে চায় না যেতে ফিরে
মুখ বুজে রয় পাষাণে বুক বাধে
শত আনাচার অবিচারে

ঘুমে ঢুলু ঢুলু চোখ
তবু থামে না দুটি হাত
কাজ করে যায় যন্ত্রসম
অহর্নিশি দিন রাত

পাথরখোঁদা প্রাসাদে তার
গুমড়ে কেঁদে মড়ে
দিবা রাতি কেটে যায় তার
শত কিল ঘুসি আর চড়ে

তবু থামে না ছোট্ট ও প্রান
মুখ বুজে রয় চেয়ে
দুমুঠ ভাত আসবে কখন
টিনের থালায় বয়ে





মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার লাগলো।মেহনতি মানুষদের ক্ষুধার জ্বালা খুব সুন্দর লিখেছেন। :)

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের মাঝে মনুষ্যত্ব বিরাজ করুক সর্বদা।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৩

রানার ব্লগ বলেছেন: একাবিংশ শতাব্দির এই সময় মানবতাবোধের বড় অভাব !

ধন্যবাদ !!

৩| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: ভালো লেগেছে। +।

কিছু টাইপো আছে।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! টাইপো গুল ঠিক করে নিব !!!

৪| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন +++

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৫| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩

প্রাইমারি স্কুল বলেছেন: তবু থামে ছোট্ট ও প্রান
মুখ বুজে রয় চেয়ে
দুমুঠ ভাত আসবে কখন
টিনের থালায় বয়ে
------সুন্দর হয়েছে

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.