নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি কি মানুষ

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৪:৩১




আচ্ছা আমিতো মানুষ।
মানুষের সর্বাঙ্গের সকল প্রতিচ্ছবি
সম্পুর্ন রুপে বিদ্যমান থাকা স্বত্বেও
নিজেকে অমানুষের কাতারে সামিল দেখে
দন্দে পর যাই, আসলেই কি মানুষ আমি ?

ষষ্টইন্দ্রিয় সুস্পষ্ট নিদর্শন থাকা সত্ত্বেও
কি দাবি করতে পারি আমি মানুষ?
শুধু মানবতাই কি মনুষ্যত্ব রুপরেখা
নাকি অন্য কিছুর উপস্তিতিও বিদ্যমান?

হাজার প্রশ্নের সমাধান খুজতে গিয়ে
মনের জানালায় উঁকি দিয়ে দেখি
ওখানে কিছুই নেই,
আছে শুধু রক্তে মাংসে গড়া কিছু
অচল ইন্দ্রিয় যা প্রতিনিয়ত বেঁচে থাকার
সমর্থন যোগায় নিরবিচ্ছিন্য ভাবে।

কি ভাবে তবে প্রমান হবে আমি মানুষ
যুগে যুগে যারা মনুষ্যত্ব ধ্বজা উড়িয়ে গেছেন
তার আদৌ কি মানুষ ছিল ?
নাকি অস্পষ্টতার আড়ালে সবাই লুকিয়ে থাকে
মনুষ্যত্বের মুখোস পরে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


সবাই মানুষ, মনুষ্যত্বের লেভেল আছে।

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৫:১০

রানার ব্লগ বলেছেন: আসলেই কি সবাই মানুষ, তবে অমানুষ শব্দটা কেন এল? মনুষ্যত্বের লেভেলে কি অমানুষ বিধ্যমান?

২| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৫:২০

নূর-ই-হাফসা বলেছেন: অমানুষ শব্দ টা মূলত চারিত্রিক ত্রুটি আর মনুষ্যত্ব হীনতা থেকে উঠে এসেছে ।

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৪৭

রানার ব্লগ বলেছেন: মানুষ হলে এর হীনতা এল কেন ? চরিত্র বলতে যা বুঝি তা আসলেই কি ত্রুটি মুক্ত ? চারিত্রিক ত্রুটি কি ?

৩| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মনুষ্যত্বের মুখোশ!! অবাক করা কথা কিন্তু ভাই!!
আমি জানতাম মনুষ্যত্ব অনুভবের বিষয়, প্রকাশ পায় কাজেকর্মে ব্যবহারে।
আমার ধারণা ভুল ছিল হয়তো।

বিষণ্ণতা পার করে ভালো কাটুক আপনার সময়, এই কামনা

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:২৩

রানার ব্লগ বলেছেন: আগে যদি জানতে পারি মনুষ্যত্ব টা কি তখন মুখোশটাও সামনে চলে আসবে , শুধু মাত্র অনুভব দিয়ে আপনি মনুষ্যত্ব প্রমান করতে পারেন না

৪| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:২৭

নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This Link
My request to go to this blog and see the comment
আপনি যদি নিজেকে মানুষ ভেবে থাকেন একবার এই ব্লগে যান, গিয়ে এক অমানুষের কমেন্ট দেখুন।
বেশী কিছু বলতে চাইনা। সামুর নীতি কেমন আমার জানার ইচ্ছা আছে। আমি শুধু অনুরোধ করছি আপনার পোস্ট পড়ার দরকার নেই, শুধু একবার কমেন্টটা দেখুন। এরাও নিজেদের মানুষ বলে

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩১

রানার ব্লগ বলেছেন: আসলেই এরাও মানুষ আর ডিম ভাজাও তরকারি !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.