নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভুল ঠিকানায় হলুদ খাম

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯



ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে চিঠিটা পেলাম
হলুদ খামের এক কোনে ছোট্ট করে একটি
ডাক টিকিট এর উপর ডাক বিভাগের কালো সিল
জানিয়ে দিল হপ্তা দুয়েক আগে চিঠিখানি কেউ ছেড়েছিল
গোটা গোটা হাতে লেখা নিজের নামটা দেখে
ঠিক বুঝে যাই এ তোমারি হবে,
যেন বর্ণের গভিরে তোমার আকুতি মিলে মিশে একাকার হয়ে আছে।

চিঠিটা এখনো খোলা হয়নি
মেহগনি কাঠের মিসমিসে কালো গোল টেবিলের
মাঝখানে বেশ খানিকটা জায়গা জুরে জ্বল জ্বল করছে।
চোখ বুঝে অনুমানে পড়তে চেষ্টা করি
কি লেখা আছে হলুদ খামের গর্ভে।
কখনো মিলে যায় কখনো মেলেনা
কখনোবা ভাবনার বিপরিতে দুর্ভাবনার কালো ছায়া আঁকড়ে ধরে।

রোজ ভাবি কিছু লিখব তোমায়
কাগজ কলম নিয়ে বসেও যাই
একটা একটা দলিত পৃষ্ঠা আমার ঘর
ভরিয়ে দেয়,তবু হয় না লেখা।
মাঝে মাঝে পৃষ্ঠা গুল খুলে খুলে দেখি
কোথাও একটি বাক্য, কিংবা এক খানি বর্ণ
আবার কোথাও লম্বা একটি রেখা নিঃশব্দের প্রতিরূপ হয়ে।

তোমাকে লেখার জন্য বুকের ভেতর যে বিস্তর আকুলতা
তা কাগজের ভাষায় প্রকাশিত হয়না কিছুতেই।
রোজই কলম ঠুকে যাই লেখার টেবিলে,
কোন শব্দ তার অন্ত্র বেয়ে নেমে আসে না।
অজস্র কালো কালো বিন্দু জমে যায় লেখার খাতায়।

চিঠিখানি নিরবে সহস্র ভাষা নিয়ে নিভৃতে
এখনো পরে আছে, ফুঁড়িয়ে যাওয়ার ভয়ে
খুলে দেখছি না, কি আছে ওতে।
মনে মনে স্বপ্ন জাল বুনে যাই ভালোবাসার
পঙক্তিমালা কল্পনার চাদরে বিছিয়ে যাই।
হয়তো ও চিঠি তোমার নয়, ডাক বিভাগের
নিয়ম মাফিক ভুলের স্বীকার হয়ে আমারি
দরজায় ঠোক্কর খাচ্ছে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৫

তপোবণ বলেছেন: চিঠি তো খোলাই হলোনা। খোলার আগেই এত্ব ভাবনা। দারুণ! ভাবনা গলে কবিতা হলো। পাঠে মুগ্ধতা ছিল।

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই !!! খুললেই ফুরিয়ে যাবে এই ভয় খুলছি না ।

২| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



"ভালোবাসা যদি থাকে হৃদয়ে, মুখের উপর বলে দিও,
যদি ভালোবাসা হারিয়ে যায়, চিঠি লিখে জানিয়ে দিও"

-এটি একটি বিদেশী গানের ২ লাইন

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

রানার ব্লগ বলেছেন: বাহ !!! আপনি দিনে দিনে রমান্টিক হয়ে উঠছেন !!!

৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০১

বিজন রয় বলেছেন: আবার কোথাও লম্বা একটি রেখা নিঃশব্দের প্রতিরূপ হয়ে।


এটিই এই কবিতার দীর্ঘঃশ্বাস।

আপনার কবিতার যে দিকটি আমার ভাল লাগে সেটা হলো দীর্ঘতা, আর কাহিনীর বিস্তার।

কেমন আছেন?
ভাললাগা রেখে গেলাম।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! আপনার ভালো লাগায় নিজেকে গর্বিত মনে করেছি ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

অনিক_আহমেদ বলেছেন: হলুদ খাম রহস্য, বন্ধ খাম বরং বন্ধই থাকুন। রহস্যই সৌন্দর্য।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১

রানার ব্লগ বলেছেন: কিছু কিছু খাম আসলেই খোলাই উচিৎ না। অজানা এবং অনাকাঙ্ক্ষিত অনেক কিছুর সম্মুখিন হতে পারেন আপনি যা আপাঙ্কে সারা জীবন কষ্টে ফেলে দিবে।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: দারুন লেখা ।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.