নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চিতের পথ যাত্রি আমি

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১



প্রতিবার সূর্য অস্ত যায় এক রাশ বিষণ্ণতা নিয়ে।
আলোর রেখা পিছিয়ে পড়ে আঁধারের দৌরাত্ম্যে
নিকষ কালোয় ছেয়ে যায় চড়াচর
আপেক্ষার ঘুন পোকা আমাকে খুবলিয়ে খুবলিয়ে
কাটতে থাকে অবর্ণনীয় ধৈর্যের পরাকাস্ট হয়ে
তিব্র ব্যাথায় কুঁকড়ে ওঠে কম্পিত হৃদয়।

অপেক্ষা নামক শব্দটি আমাকে তাড়িয়ে বেড়ায় অহর্নিশি
সময় থেকে থেকে জানান দেয় অর্থহীন প্রতিক্ষার
তবুও আমি প্রতিক্ষার সাথে ভাব করি
ওকে বলি আমি অপেক্ষার দুয়ারে হত্তা দিয়ে পড়ে রইবো
জীবিত অথবা মৃত, অনুভবে কিংবা অসাড়

দিনের আলো আমাকে ছুয়ে দেখে না
হাত বাড়ালে ছোঁয়াচে কোন অজানা ভয়ে পিছিয়ে যায় তিন পা
আলকিতি করে না আমার মুখবয়ব।
নির্ভেজাল অন্ধকারে ডুব দেই আমি
দুরন্ত কোন ডুব জাহাজের মতো
পার্থক্য কেবল লক্ষ্য,
ডুব জাহাজটি আঁধারকে কে আলিঙ্গন করে
আলোর টুঁটি চেপে ধরবে বলে
লক্ষহীন তলিয়ে যাওয়া আমার অনিশ্চিতের পদক্ষেপে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

২| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: কিত্তাম!! আর তো ভালো লাগে না!!

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

রানার ব্লগ বলেছেন: আচার খান টেস্ট বদলে যাবে। B-)

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন, মুগ্ধতা।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

রানার ব্লগ বলেছেন: আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ !!! ধন্যবাদ !!

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



কবিতা পড়ে, হতাশা বেড়ে যেতে পারে

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

রানার ব্লগ বলেছেন: একটু হতাশ আমি নিজেও তাই ভাবছি একটু ছড়িয়ে দেই। হতাশা ছোঁয়াচে !!!

৫| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আখেনাটেন বলেছেন: বিষণ্ণতা ছেঁয়ে গেল মনে হচ্ছে। অনেক ভালো লিখেছেন।

*কিছু টাইপো দেখলাম

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। টাইপো মুক্তি আমার নেই ।

৬| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

হাবিব বলেছেন: অসাধারন কবিতা

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

রানার ব্লগ বলেছেন: আপনার হৃদয় খানি অসাধারন তাই আমার কবিতা টাও অসাধারন লাগছে, ধন্যবাদ !!!

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল লাগলো কাব্য।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.