নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
এক জোড়া দন্ডিত চোখ
তোমার দন্ডের অপেক্ষায়
দিবা রাত্রি প্রতীক্ষমাণ থাকে
তোমার পথচলা, তোমার হেসে গড়িয়ে পরা
তোমার এলো চুলের দুস্টুমি দুস্টুমি খেলা
বাতাসের সাথে, অদ্ভুত এক নেশার মতো
নেশার মায়াজালে আবধ্য রাখে
চোখ দুখানি রক্ত জবার ন্যায় রঙ্গিন হয়ে
অপেক্ষমান তোমা হতে নিক্ষিপ্ত
এক পলকের চাহুনির অপেক্ষায়
ওই কাজল কালো আখির কোনায়
যে অভিমান খেলা করে, মৃদু দুস্টুমির ছলে
বাঁকা চাহুনিতে ঘায়েল করে প্রতিক্ষমান এই
জোড়া চোখ দুখানি কে। ঘৃনা না কি ভালোবাসার
বানে ঘায়েল করে বুঝে ওঠার আগেই
সম্মুখ সমরে সে পরাজিত।
এক জোড়া দন্ডিত চোখ অনন্তকাল ধরে
অপেক্ষমান তোমার ঠোঁটের ফাঁক গলে
সুর্যের প্রথম আলোর মতো উদ্ভাসিত
দিপ্তিময় হাসির অপেক্ষায়।
এক জোড়া দন্ডিত চোখ তোমাকে মেপে নেয়
গানিতিক সূত্রের কাটা কম্পাসের কাটায় কাটায়
ব্যাসার্ধ গোলার্ধের এক চুলো কম বেশি পায় না
ভরা পুর্নিমায় তাড়ির নেশায় মাতাল
এক জোড়া দন্ডিত চোখ তোমাকে খোজে
মহুয়ার গন্ধে টলমলে কোন ছায়ার ভাঁজে ।
" এক জোড়া দন্ডিত চোখ " এই লাইন খানা চুরি করা। কোন এক কবির কবিতা থেকে"
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১
রানার ব্লগ বলেছেন: ছবি আপা ধন্যবাদ !!! ভালো আছেন ?
২| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাইয়া
ভালো আছি
আপনি কেমন আছেন?
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫
রানার ব্লগ বলেছেন: জি আমি বিন্দাস হয়ে বৃন্দাবনের শাখায় শাখায় বিরাজমান !!!
৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১
রানার ব্লগ বলেছেন: ভালো থাকবেন !
৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২
ফয়সাল রকি বলেছেন: সুন্দর। মায়াময়।
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!! ভালো থাকুন !!!
৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: চুরী করেও আমি কবিতা লিখতে পারি না।
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪
রানার ব্লগ বলেছেন: আপনি যা পারেন তা আমি পারি না !!!
৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখ জোড়া খুব পীড়া দিচেছ !
মায়াবীনী মন হারিনী কোন চোখ
খুজে পেলেন না ?
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৫
রানার ব্লগ বলেছেন: ও চোখে চোখ পড়েছে যখনি , আমি হলেম কলঙ্কিনী !!!
গান টা মনে পরে ???
৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২
শের শায়রী বলেছেন: বাহ! আপনার শব্দের ব্যাঞ্জনা বেশ লাগল। মুগ্ধতা জানবেন ভাই।
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৫
রানার ব্লগ বলেছেন: আপনার মুগ্ধতা সাদরে গৃহীত !! ধন্যবাদ !!!
৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
"এক জোড়া দন্ডিত চোখ", শিরোনাম দেখে, না পড়েই চলে গিয়েছিলাম; ১ম পাতায় আবার ফিরে আসায় কবিতা পড়া হলো
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭
রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে অপ্রয়জনিয় পোস্ট পড়তে হয় এতে নিজের লেখার প্রতি আত্মবিশ্বাস বাড়ে । ধ্যনবাদ !!!
৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ও সাবলীল লেখনী।
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!
১০| ৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
ময়ূরী বলেছেন: ভালো লাগলো।।
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! ভালো থাকুন ময়ূরী !!!!
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ভালো লাগলো।
আশাকরি আরো পাবো আপনার থেকে।
ভালো থাকবেন।
০১ লা মার্চ, ২০২০ দুপুর ১২:১২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
১২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:০৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
১৩| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
এক জোড়া দন্ডিত চোখ - কবি রফিক আজাদ (সম্ভবত)
কবিতা ভালো হয়েছে।
০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৪০
রানার ব্লগ বলেছেন: আরি সব্বনাশ এটা জানা ছিল না। নাম পরিবর্তন করে দেই !!!???
ধন্যবাদ !!!
১৪| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
জীবন,
কাঁচের উপর নাচতে হয়
- কবি রফিক আজাদ
এটি কবি রফিক আজাদের সোয়া লাইনের কবিতা। এই কবিতা নিয়ে যায় যায় দিন অফিসে তসলিমা নাসরিনের সাথে বিরাট বিতর্ক হয়েছিলো কবি রফিক আজাদের, সে রাতে শফিক রেহমান স্যার সবাইকে বিরিয়ানি পেপসি দিয়ে আপ্যায়ন করেন তার অফিস গনগনে গরম করার জন্য। এটি ১৯৯৩ সনের ঘটনা।
কবি রফিক আজাদ সাহেব বেঁচে থাকলে খুশিই হতেন ব্লগার রানার সাহেবের উপর “তার কবিতার লাইন নিয়ে কবিতা কবিতা লেখার জন্য”। তিনি অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন।
০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫
রানার ব্লগ বলেছেন: যাক হাফ ছেড়ে বাঁচলাম !!!
১৫| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: চুরি ভালো হয়েছে ।
০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:৫০
রানার ব্লগ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ অনেক সুন্দর