নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার জন্য বনলতা

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৪



আর কতটা পথ পারি দিলে
তোমার বন্দরে পৌছাব
বনলতা, বলতে পারো ?
আর কতো রাত্রি প্রদিপের শিখা
কেপে কেপে নিভে যাবে
তোমার প্রতিক্ষায়?
কতো ভোর কেটে যাবে
আসফলতার সীৎকারে

বনলতা, তোমাকে হৃদয়ে ধরন করেছি
নিশ্বাসের প্রতিটি অলিন্দে তোমারি
নামের কালেমা পড়েছি
নির্বাক অপেক্ষায় চেয়ে রয়েছি
ধুলি ওঠা পথের দিকে
আর কতটা ক্ষন তোমার তরে
উৎসর্গ করলে তোমার নিরাবতার
প্রস্তর খন্ড টুকরো টুকরো হবে?

বনলতা, তোমার জন্য ভ্যানগগ তার কান
খুইয়েছে, রবিদ্রনাথ হারিয়েছে তার সোনার হরিন
নজরুল প্রিয়ার আচলে খুজে নিয়েছে মৃত্যুর ছায়া
জীবনান্দ বিম্বিসার অশোকের ধূসর জগতে পথা হারিয়ে ক্লান্ত।
শুধু তোমার জন্য বনলতা, পুরুষ হৃদয় আজ কার্বন ডাই অক্সাইডে পরিপুর্ন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

এ.এস বাশার বলেছেন: বনলতা সেন কি কোন মেয়ে ছিল...........

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৭

রানার ব্লগ বলেছেন: ছেলে ছিল বলে শুনি নাই। ধন্যবাদ !!!

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বনলতা'রা বুঝলোনা কখনোই, উজ্জ্বল চঞ্চল তাদের পথ সর্বদা গতিশীল, হৃদয় পোড়া গন্ধ তারা পায়না কভু হয়না মন্থর।

ভালো লাগলো কবিতার কথামালা, শুভকামনা রইল

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

রানার ব্লগ বলেছেন: আপনার প্রতিও শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.