নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বদলে যাওয়া তুমি আমি

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৬

বদলে যাওয়া তুমি আমি আজ মুখমুখি
স্বপ্নময় সময়ের সৃতি মাখা নিরাবতায়
নির্বাক প্রহসন মিশ্রিত চাউনিতে
দুজন দুজনকে মেপে চলছি

সেই চোখ সেই ঠোঁট সেই গোলাপি মুখাবয়ব
ব্যাবধান শুধু কখনো যা ছিল ভালো লাগার আবেশে ম্রিয়মান
মৃদু কম্পিত ঠোঁট প্রকাশের ব্যার্থতায় কম্পিত,
কাজল ঘেরা চোখ, ভালবাসার জলে ফোটা পদ্মের মত প্রস্ফুটিত
আজ তা ঘৃনার বিষে বিষাক্ত , কুঞ্চিত মুখাবয়বে অনিহার ছাপ স্পষ্ট।

বুকের ভেতর বয়ে যাওয়া ঝর টর্নেডর রুপ নিয়ে
আছড়ে পরে হৃদয়ের সৈকতে
নোঙ্গর করা তরী খানি উত্তাল ঢেউয়ে টালমাটাল
নোঙ্গরের দড়ি ছিরে মাতালের মত ঝাপিয়ে পরে
বিক্ষুধ্য জলরাশির অন্তরে ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশে উভয়লিংগের কোন মানুষ কি সাহিত্যে নাম টাম করেছেন?

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৮

রানার ব্লগ বলেছেন: জানা নাই !!!! তবে কিছু কিছু আছেন যারা স্বভাবিক জীবন যাপন করার চেস্টা করছেন।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!!

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
কিন্তু বানান এত ভুল থাকলে কেমন কি :(

বানানগুলো চোখে লাগছে ঠিক করে নিন

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

রানার ব্লগ বলেছেন: মোবাইল থেকে হুবাহু কপি করা যায় , বানান ভুল গুলো প্রটেকশান হিসেবে কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.