নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

স্বাধিনতা বলতে আপনার কি ধারনা।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯

স্বাধিনতা বলতে আপনি কি বোঝেন?

স্বাধিনতার কি কোন জেন্ডার আছে? না কি সবার জন্য একই?

স্বাধিনতা বলতে আমি যা বুঝি তা হলো

স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায় ?
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায়।

এই বার আবাল বৃধ্য বনিতা সকলের কাছে আমার প্রশ্ন, স্বাধিনতা শব্দ টি আপনি কি ভাবে ব্যখ্যা করবেন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: শিরোনামটা ঠিক করবেন। প্লীজ। স্বধিন হয়েছে। স্বাধীন হবে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


সভ্যতার এই সময়ে, স্বাইিনতা মানে সকল নাগরিক অধিকার: ফ্রি শিক্ষা, চাকুরী, ফ্রি চিকিৎসা ও বাসস্হানের নিশ্চয়তা; এবং সাথে সাথে নাগরিকের দায়িত্ব পালন: জাতির সংবিধান মেনে চলা, জাতির উন্নয়নে কাজ করা, কোনভাবে জাতির ক্ষতি না করা, জাতীর সংকটে জাতীর পাশে থাকা।

৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৮

রানার ব্লগ বলেছেন: ব্যাক্তি জীবনে মানুষ আর কি কি স্বধিনতা আশা করতে পারে?

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: স্বাধীনতা বলতে আমি বুঝি, দেশের সব মানুষ ভালো আছে। সবাই শিক্ষা, চিকিৎসা পাচ্ছে, বেকার থাকবে না কেউ।

৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৬

রানার ব্লগ বলেছেন: এটাই স্বাধিনতা?

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৭

সোহানী বলেছেন: সিম্পলি কোন কাজে, কথায়, ভাবনায়, চলা-ফেরায়, রাস্ট্রীয় সুবিধায়... অনৈতিক বাঁধা না দেয়া।

৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৫

রানার ব্লগ বলেছেন: জানলাম, ব্যাপারটা আরো পরিষ্কার করে বলতে পারেন। স্বাধিনতার কি জেন্ডার আছে??

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বৃদ্ধ নাহয় বুঝলাম,যেমন আমি কিন্তু আবাল আর বনিতা কে কে।

৩১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৩

রানার ব্লগ বলেছেন: নারী পুরুষ নির্বিশেষে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.