নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তুমি চাঁদ দেখাও নক্ষত্র দেখাও
গোধূলি বেলার আলো দেখাও
আমি তোমায় দেখি !!
মেঘে ঢাকা তারা দেখাও
বৃষ্টির ছন্দ দেখাও,
আঁধারে ডুবে যাওয়া সুর্যের লালিমা মাখাও
আমি তোমায় মাখি
তোমার ঠঁটে বুকে পেটে
তুমি আমায় পুড়িয়ে দাও
আগুনে আগুনে ভষ্ম করে দাও
অঙ্গার হয়ে আমি তোমায় জ্বালাই
কি লাভ বলো এই বিশ্বব্রমান্ড দেখে
যেখানে অনাবিষ্কৃত মহাকাশ হাতছানি দিয়ে আমায় ডাকে
খুজে নেয়ার ভিষন কামনায়
সেখানে এই নক্ষত্র মন্ডিত দুগ্ধ সাগরে কিবা আছে
অসংখ্য ধুল আর খন্ডিত প্রস্তরের অপ্রয়োজনীয় গতিবেগ
কিংবা দূর কোন নক্ষত্রের অন্তর্দাহন !
এর কিছুই আমাকে টানে না যতখানি টানে তোমার মসৃণ গ্রীবা
গভীর নাভিমুল থেকে ছুড়ে দেয়া অদৃশ্য ফাঁশ
আমাকে টেনে নেয় গভীরে ! আরো গভীরে !
আমি তোমার অদেখা মহাকাশ
আবিষ্কারের নেশায় পরিভ্রমিত মহাকাশচারী হতে চাই।
আমি তোমার ব্ল্যাকহোলে ডুব দিয়ে তলিয়ে যেতে চাই
লক্ষ আলোর আলকবর্তিকা হয়ে ।
আমি আর চাঁদ দেখতে চাই না
আমার চন্দ্রাভিজানে একক চাঁদের অস্তিত্ব নেই !!!
০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:২৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:১৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!!! +
০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:২৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !
৩| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার কবিতা হয়েছে।
০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:২৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
৪| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪
জুন বলেছেন: এই শিরোনামে জুলাই ২০১২ সালে আমার লেখা এই ব্লগে একটা কবিতা আছে রানার ব্লগ
মোবাইলে লিংক দিতে পারলাম না, ল্যাপটপ এ বসলে লিংক দিবো পইড়েন। অসাধারণ কবিতা আপনার মতই
০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:২২
রানার ব্লগ বলেছেন: আচ্ছা বদলে দিচ্ছি !!! ধন্যবাদ !!!
৫| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:৩৭
জুন বলেছেন: বদলাবেন ক্যানো বদলানোর কোন দরকার নাই। এটা আমার পেটেন্ট করা না তাছাড়া আপনার শিরোনামে আমি শব্দটা আছে। আমারটায় শুধু তোমায় দেখতে চাই
০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:৪২
রানার ব্লগ বলেছেন: এখন বেশ লাগছে শিরনাম !! আগেরটায় গোয়ার্তুমী ছিলো এখন বেশ ছন্দ আছে !!
৬| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা বেশ ভালো লেগেছে। প্রচ্ছদের ছবিটাও সুন্দর হয়েছে। আপনি এঁকেছেন সম্ভবত।
জুন আপুর কবিতার সাথে শিরোনাম মিলে গেছে। তাতে কোন সমস্যা নাই। একটা কথা আছে যে Wise men think alike. অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা একই রকম চিন্তা করে থাকেন। দুই কবিতার মিল অমিল পরীক্ষা করার একটা ইচ্ছে ছিল। কিন্তু জুন আপুরটার লিঙ্ক না থাকার জন্য পারলাম। আমার ধারণা উনিও অন্য কোন কবিতা থেকে ধার করে থাকবেন।
০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:১৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ কবিতা ভালো লাগার জন্য!!! জুন আপার সাথে নামে মিলে গেছে ভাবেও মিলে গেছে শুধু বাক্য গঠনে অমিল। তিনি লিংক দিয়ে আমাকে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন পড়ার জন্য।
৭| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৮
জুন বলেছেন: তোমায় দেখতে চাই
লিংক দিলাম রানার ব্লগ আর সাড়ে চুয়াত্তরকে বইলেন পড়তে আমার কবিতাটাও ।
০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:১৭
রানার ব্লগ বলেছেন: জ্বি কবিতা খানা আমি পড়েছি। অমন ট্রাফিক জ্যাম আমাদের মাঝে মাঝে খুব দরকারী!! ধন্যবাদ শেয়ার করার জন্য।
৮| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: জুন আপু আপনার ঐ কবিতায় আমার মন্তব্য নিম্নরূপঃ
ওহ মাই গুডনেস। কি সুন্দর কবিতা !!
কত কত মন্তব্য আর লাইক !! কোথায় হারিয়ে গেলো সোনালি দিন গুলো সেই !!
০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:১৭
রানার ব্লগ বলেছেন: দিন হারায় না দিন হারালে আপনি মনে কি করে রাখেন দিন সামনে এগিয়ে যায়।
৯| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
এম ডি মুসা বলেছেন: আমি কবিতা করলে কারো মনোযোগ দিয়ে পড়ি পেলাম আপনার কবিতা তবে শুভকামনা রইল কবিতার আরো উন্নতি করার চেষ্টা করবেন ধন্যবাদ
০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:১৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্য দেয়ার জন্য!!!
১০| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
ব্ল্যাক হোলে ডুব দিবো,
০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:১৮
রানার ব্লগ বলেছেন: ওটাই কেবল চোখে পড়লো??!! হা হা হা!!!
১১| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:২৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: চাঁদ নক্ষত্র বৃষ্টি সবই তো তুমি
নতুন করে দেখবো কি?
শুধু তোমায় চাই দেখতে আমি
০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:১৯
রানার ব্লগ বলেছেন: জ্বী!! ধন্যবাদ!!!
১২| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:৫০
সোনাগাজী বলেছেন:
আপনি সব ফেলে দিয়ে নতুন জেনারেশন সৃষ্টিতে মন দিতেছেন?
০৩ রা জুলাই, ২০২২ সকাল ৯:১৯
রানার ব্লগ বলেছেন: হা হা হা!! না না এমন কোন ইচ্ছা আপাতত নেই।
১৩| ০৩ রা জুলাই, ২০২২ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
সাধারণত কবিতায় লোকজন বেশি মন্তব্য করে না। আপনি অনেক মন্তব্য পেয়েছেন।
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:১৩
রানার ব্লগ বলেছেন: আপনাকে ধন্যবাদ এবং যারা যারা কমেন্ট করে আমাকে সন্মানীত করেছেন তাদেরও ধন্যবাদ !!!
১৪| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:২৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!
১৫| ১০ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ঈদ মুবারক রানা ভাই। নতুন পোস্ট কই ?
১৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪০
রানার ব্লগ বলেছেন: ঈদ মোবারক!! ভালো লাগছে না তাই লিখছু না।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা এবং আপনার রাইটিং + মন্তব্য অসম্ভব ক্লাসি।
কবিতা ভাল লাগল।