নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
এই নাগরিক ব্যাস্ততা ও যন্ত্রনায়
তোমাকে আর ঠিক আগের মতো মনে পরে না
কিছুদিন আগেও দিনে দশবার তোমার
নাম ধরে চাতকের তৃষ্ণায় আবৃতি করে যেতাম
অথচো এখন তেমন মনে পরে না
বেশ কসরত করে মনে করতে হয়
বড্ড আলসেমি লাগে ক্লান্তিকর টেনে নেয়ার মতো
পরিশ্রম মনে হয় বড্ড ভাড়ি লাগে
অথচো কি মিস্টি তোমার নাম খানা
যেন কাঁচা সৌরভ মাখা এক ঝাকা বেলি ফুল
আজ সারাদিনেও একবারের জন্যও তোমায় নিয়ে ভাবি নাই
তোমায় নিয়ে দূরে কোথাও যাবার ইচ্ছ্ব জাগে নাই
ভাবনার ইন্দ্রীয় হঠাত খালি হয়ে যাওয়া পাখির বাসার মতো শুন্য
কল্পনার মেঘেতে আর বিদ্যুৎ চমকায় না
যে আলোতে তোমায় দেখবো বলে ধনুক ভাঙ্গা পন করেছিলাম
এখন আর তোমায় ঠিক মনে পরে না ।
০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!
২| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:১১
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে। ❤️
০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্যস্ততায় ভাবার অবসর নেই।
০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০১
রানার ব্লগ বলেছেন: সময় আর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার কবিতা
০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: রানা ভাই আপনি রাত ১২ টার দিকে অথবা বৃষ্টির সন্ধ্যায় কবিতা দিবেন। ঐ সময় কবিতা পড়তে অন্যরকম ফীল।
০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৫
রানার ব্লগ বলেছেন: আচ্ছা!!
৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৫
স্প্যানকড বলেছেন: কেউ কথা রাখেনি ইহা সত্যি ! কবিতা ভালো হইছে।
০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১
রানার ব্লগ বলেছেন: কেউ কথা রাখে না। ইহা ইউনিভার্সাল সত্য। ধন্যবাদ।
৭| ১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: "পরিশ্রম মনে হয় বড্ডো ভারি লাগে" - তাই যদি হয়, তা'হলে তো তাকে মনে না পড়াই ভালো!
১২ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬
রানার ব্লগ বলেছেন: হা হা হা। একদম।
৮| ২৭ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৪৪
মিরোরডডল বলেছেন:
কখনও ভাবিনি এমনও দিন আসবে একদিন
এখন আর তোমায় পড়ে না মনে
কখনও যে তুমি ছিলে
সেও ভুলে যাই অবচেতনে
২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২২
রানার ব্লগ বলেছেন: বাহ !! বেশ লিখেছেন !!!
৯| ২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০১
মনিরা সুলতানা বলেছেন: সময় অনেক কিছু ই পাল্টে দেয়।
২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৩
রানার ব্লগ বলেছেন: হ্যা সময় !!! ও ব্যাটা বড্ড চালাক !!!!!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:০১
ঠাকুরমাহমুদ বলেছেন:
সেই তুমি কি অবাঞ্চিত কেউ? মানুষ জন্মে একা মরেও একা একা। যদি তাই হয় তাহলে সেই অবাঞ্চিত কাউকে বেশী বেীশ মনে করার মতো কোনো কারণ দেখি না। সঠিক সিদ্ধান্ত। +++