![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
মন পবনের নাও ধরিয়া
যাও গো মন উজানে
হেথায় মোর বাস করে গো
হৃদয় পাখি কোন কুজনে
চিরল চিরল সবুজ বরন
টিয়ার ঠোঁটের লালিমায়
পাখি আমার জগত জোড়া
প্রেম পিয়াসী সুধাময়
মেঘের গায়ে কেশ বিছিয়ে
আলিষ্য ভাংগে পাহাড়ে
মধুর তাহার বুকের কাপন
নিটল চোখের বাহারে
যাও গো নাও উজান ঠেলি
সাত সমুদ্র বারো গাও
সখী আমার নদীর কুলে
বইসা রইছে তরিত যাও
চোখের জলে হইলো নোনা
সাগর জলের মিঠা রে
যাও গো নাও আইনো তারে
কান্দে পাখি আহারে
১৫ ই আগস্ট, ২০২২ ভোর ৬:৫৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ২ নং কলি ভালো।
তাড়াহুড়ো করে লিখছেন?
১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, ঘুম থেকে উঠে লিখে আবার ঘুময়ে গেছি।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৮
সোনালি কাবিন বলেছেন: স্লিগ্ধ ও সহজিয়া ।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৯
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২২ ভোর ৫:৪১
জুল ভার্ন বলেছেন: বাহ খুব সুন্দর লেখা! +