নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ধরো আমি এলাম আবার

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৮





মনে করো হারিয়ে যাবার পরে আমি এলাম
তোমার অজান্তে কোন এক অলস দুপুরে
যে ব্যালকনিতে দাঁড়িয়ে তুমি চুল শুকাতে শুকাতে
নিতান্ত অবহেলায় অর্কিডের যে পাতা তুমি ছিড়ে ফেলে দিতে
সেই ছেড়া পাতার উপর সুর্যের তির্জক রোদ হয়ে।
আমায় কি তুমি চিনে নেবে বা রোদের কোমলতায়
আমার স্পর্শ কি অনুভব করবে?

মনে করো আমি এলাম বসন্ত বেলার অশান্ত হাওয়ার ঝোক হয়ে
ফুলের সুবাস মেখে নতুন পল্লবের গায়ে রোদের ঝিলিক হয়ে
চোখের কোনায় শত তারার ঝিলিক দিয়ে চাপা হাসির আমন্ত্রণে
আমায় কি টেনে নেবে তোমার ঠোঁটের উগ্র কামনায়?

ধরো আমি ঝড় হলাম, হাজার পাখির বাসা উড়িয়ে
গ্রাম কে গ্রাম পায়ে দলেমলে ধ্বংসের চুড়ান্ত শিখরে দাঁড়িয়ে
ঘূর্নীঝড়ের ঘূর্নী হয়ে যদি আলিংগন করি
আমায় কি তুমি জড়িয়ে নেবে সেই ছেলে বেলার মতো করে।

আমার বড্ড একা লাগে এখানে।
এখানে রোদ আসে না মেঘ হয় না ষড়ঋতুর দৌড় ঝাপ নেই
বড্ড এক ঘেয়ে এক সময়।
পায়ের ডগায় হঠাৎ চুলকে উঠলে চেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নেই আমার।
কিচ্ছু করার নেই, একদম না, শুধুই আলসেমি আর নিশব্দের গাঢ় নিঃশ্বাস
শীতল অন্ধকারে মিলিয়ে যায়।


মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৫

সোনাগাজী বলেছেন:



কেউ অপেক্ষা করলে আসতে হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৩

রানার ব্লগ বলেছেন: কিছু অপেক্ষা অনন্তকাল ধরে চলতে থাকে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতা। জীবনানন্দ যেমন চেয়েছেন;

হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।


আপনার সুবিধার জন্য কিছু বানান সংশোধনী উল্লেখ করলাম নীচে।

আলস - অলস (কোনটা সঠিক? )
আর্কিড - অর্কিড (অর্কিড হবে সম্ভবত)
নিবে - নেবে
কোমলাতায় - কোমলতায়
ঝর - ঝড়
চূরান্ত - চূড়ান্ত
ঘূর্ণীঝরের - ঘূর্ণিঝড়ের
ঘূর্ণী - ঘূর্ণি
ষড়ঋতুর :)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৫

রানার ব্লগ বলেছেন: আপনার দেয়া সব বানান সঠিক। মোবাইলে লেখা তাই অনেক বানান নিজে নিজে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা নিজেদের সঠিক মনে করে নিজ দায়িত্বে ছাপার হরফে ছেপে যায়।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৯

হাসান জামাল গোলাপ বলেছেন: একাকী জীবন কষ্টের।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৬

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে একা থাকার আনন্দ নিতে হয়।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৫

মৌন পাঠক বলেছেন: যে একাকী জীবনের অপেক্ষায় পুরোটা জীবন!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৭

রানার ব্লগ বলেছেন: হ্যা সেই জীবন!!

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৩

অধীতি বলেছেন: রিক্ত কবিতা। বিমর্ষ আহ্বান।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:১৩

নেওয়াজ আলি বলেছেন: আবার ফিরে এলে
ও চাঁদ লুকিয়ে যেও পূর্ণিমা রাতে

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৮

রানার ব্লগ বলেছেন: এমনো জোছনা রাতে মরিবার স্বাদ জাগে।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো কবিতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন রোমান্টিক।্। সুন্দর ‌

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক এক মন ছুঁয়া কবিতা কবি রানা দা
অনেক অনুপ্রেরণা পেলাম ভাল থাকবেন-----

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ আপনি ও ভালো থাকবেন।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাচু ভাই ভুল গুলো তুলে ধরেছে ধন্যবাদ তাকে।

৩য় প্যারার ২য় লাইনে পায়ে দলে মলে হবে।

কবিতায় যে আকুতি প্রকাশ পেয়েছে কোন প্রেমিকা সহজে এড়িয়ে যেতে পারবেনা। ++++

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮

রানার ব্লগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। বারবার মোবাইলের দোষ দিতে ইচ্ছা করছে না। আসলেই অটো সাজেশান আমাকে বেশ ঝামেলায় ফেলে দিচ্ছে

ধন্যবাদ মন্তব্য করার জন্য!!

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১

রানার ব্লগ বলেছেন: জটিল ভাষায় কবিতা লিখে আতেল সমাজে নাম লেখাতে চাই না। ধন্যবাদ।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: আতেল'রাও মানুষ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৪

রানার ব্লগ বলেছেন: হ্যা মহামানব!! আমি ভাই অতি সাধারণ আমজনতার ভাষায় গুরুত্বহীন মানুষ।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ হয়েছে। একটা গান শুনুন। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে আজি এই ফাল্গুনের দিনে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭

রানার ব্লগ বলেছেন: গানটা শুনলাম! ধন্যবাদ।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর কবিতা

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২১

চারাগাছ বলেছেন:
আহবান কার ?
ছেলের না মেয়ের ?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

রানার ব্লগ বলেছেন: আরো একবার পড়ুন বুঝতে পারবেন।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৬

মনিরা সুলতানা বলেছেন: ইশ কতকত দিন পর ব্লগে একটা মন কেমন করা কবিতা পড়লাম !!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৫

রানার ব্লগ বলেছেন: আপনার পড়ে ভালো লেগেছে এতেই আমি খুশি।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

চারাগাছ বলেছেন:
লেখক বলেছেন: আরো একবার পড়ুন বুঝতে পারবেন।

পড়েছি ।
ব্লগে কবিতা পড়তে ভালোই লাগে ?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩

রানার ব্লগ বলেছেন: ধন্যাবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.