নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
ভাতের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলো
ভাত তাহার হয়নি কো খাওয়া
ক্ষুদার্ত হাত ফিরিয়ে দিয়েছিলো ভাত ঠাকুর
রাস্তার ধারে ভাতের হোটেলের মস্ত পাতিলে
টগবগিয়ে ফোটে ধবধবে সাদা ভাত
সদ্য সিদ্ধ হওয়া ভাতের গন্ধে ম ম করে
আকাশে বাতাসে ছড়িয়ে যায় দামি কোন ব্রান্ডের পারফিউমের মতো।
পেটের ভেতর ক্ষুধা নামের রাক্ষসটা ।
হা হা করে জেগে ওঠে, নাড়ি ভুড়ি মুচড়িয়ে ধরে
হেচকা টানে চিতকার করে বলে দাও দাও।
টলানো যায় না ভোলানো যায় না, নানান ছুতায় ফেরানো যায় না
হিংস্র রাক্ষসের একি জেদ কেবলি দাও দাও।
নানান কাজের ছুতায় সদ্য সিদ্ধ চালের গন্ধ মাখা
ভাতের হাড়ির আশে পাশে গন্ধ শুকে বেড়ায়
শুকিয়ে যাওয়া নাসিকা গ্রন্থি যেন জীবন ফিরে পায়।
ফুটন্ত ভাতের হাড়ি তাকে উতালা করে।
টগবগিয়ে ফোটা ভাতের দানা ছিটকে এলে
নিপুন দক্ষতায় কব্জা করে নেয় ক্ষুদ্রাংশ ।
ছোট্ট হাতে পরম আনন্দে চেটে আস্বাদন করে।
আহা! কি অপুর্ব তার গন্ধ, কি আসীম তার স্বাদ।
এক মুঠ ভাত, আহারে ভাত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২১
রানার ব্লগ বলেছেন: সবাই ছিনিয়ে নিতে পারে না। দুর্বল আছে বলেই সবলের এতো দাপট।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৫৫
আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ,
হুমম.... এই ভাত নিয়েই যতো অশান্তি পৃথিবী জুড়ে।
শুধু একমুঠো ভাতের জন্যে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ হাহাকার করছে আর পাশাপাশি ভাতে ঘি ঢেলে খাওয়ার প্রতিযোগিতাও আছে বাকী অংশে। কে কার ভাত ছিনিয়ে নিতে পারে তারই প্রতিযোগিতা সবখানে।
হায়রে!!!!! ক্ষুধার্ত সব শিশুর বাড়িয়ে দেয়া হাতে কে তুলে দেবে একমুঠো ভাত; সে অপেক্ষায় পৃথিবী।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৩
রানার ব্লগ বলেছেন: রাস্তায় শিশুদের দেখলে কষ্ট লাগে। আমার সামর্থ নেই থাকলে কিছু করতে পারতাম।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৩০
সোনাগাজী বলেছেন:
বিশ্বের সব দেশে, সব মানুষ ভালো ও সুখে শান্তিতে থাকার মতো সম্পদ আছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৪
রানার ব্লগ বলেছেন: হ্যা আছে কিন্তু সেই সম্পদ ব্যাবহারের মতো দক্ষতা নেই।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: " ভীষণ ক্ষুধার্ত আছিঃ উদরে, শরীরবৃত্ত ব্যেপে
অনুভূত হতে থাকে- প্রতিপলে- সর্বগ্রাসী ক্ষুধা
অনাবৃষ্টি- যেমন চৈত্রের শষ্যক্ষেত্রে- জ্বেলে দ্যায়
প্রভুত দাহন- তেমনি ক্ষুধার জ্বালা, জ্বলে দেহ
দু’বেলা দু’মুঠো পেলে মোটে নেই অন্য কোন দাবী
অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায়ঃ
বাড়ি, গাড়ি, টাকা কড়ি- কারো বা খ্যাতির লোভ আছে
আমার সামান্য দাবী পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর-
ভাত চাই- এই চাওয়া সরাসরি- ঠান্ডা বা গরম
সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হ’লে
কোনো ক্ষতি নেই- মাটির শানকি ভর্তি ভাত চাইঃ
দু’বেলা দু’মুঠো পেলে ছেড়ে দেবো অন্য-সব দাবী;
অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা
চাইনিতোঃ নাভি নিম্নে পরা শাড়ি, শাড়ির মালিক;
যে চায় সে নিয়ে যাক- যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও
জেনে রাখোঃ আমার ওসবের কোনো প্রয়োজন নেই। "
ভাত দে হারামজাদা,
তা না হলে মানচিত্র খাবো।
কবিতা = রফিক আজাদ ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দিন দিন জিনিসের যে দাম বাড়তেছে। হাহাকার আরও বাড়বে মনে হয়
সুন্দর হয়েছে
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮
রানার ব্লগ বলেছেন: জিনিসের দাম কম ছিলো যখন তখন কি ক্ষুধা কম ছিলো ?
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
ভাত খেতে যাচ্ছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬
রানার ব্লগ বলেছেন: খেয়ে নিন।!!
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: কবিতাটা গতকাল রাতেই পড়েছি। কিন্তু মন্তব্য করা হয়নি।
সুন্দর কবিতা।
আমার পছন্দ ভাত। সাদা ভাত। গরম গরম ভাত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭
রানার ব্লগ বলেছেন: গরম ধোঁয়া ওঠা ভাত সবার পছন্দ বিশেষ করে বাংগালীদের!!
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০০
সোহানী বলেছেন: আহারে মাটির হাড়িতে ফুটা এক মুঠো ভাত..........। কবে যে খেয়েছি ভুলে গেছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪
রানার ব্লগ বলেছেন: দেশে আসুন !! খেয়ে যান !!! ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০২
কামাল১৮ বলেছেন: যারা আমাদে ভাত চিনিয়ে নিয়েছে তাদের কাছথেকে ছিনিয়ে আনতে হবে।মিষ্টি কথায় কাজ হবে না।তারা সংখ্যায় কম।আমরা ঐক্যবদ্ধ হলে তারা পালানোর পথ পাবে না।যতদিন শ্রেনী থাকবে ততদিন শ্রেনী সংগ্রাম থাকবে।