নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
পথের পরে একটা দুঃখ খুজে পেলাম
মালিক বিহীন পরে আছে , বেওয়ারিশ ।
হাত বাড়াতেই দুঃখ আমার কাধে চড়ে বসলো
ঠিক যেনো পোষা কুকুর ছানা ।
দুঃখ টা কে নিয়ে আমি রোজ সেই পথে হাটি
আসল মালিকের খোঁজে
কতো তরুন যুবা যুবতী তরুনী মধ্য বয়স্ক হেটে যায়
কেউ গাছের ছায়ায় ছায়া খোঁজে,
কেউ আধাঁরের মাঝে আড়াল খোঁজে ।
আমি ডেকে ডেকে তাদের দুঃখ দেখাই ।
দুঃখ আমার কাধে মুখ ডুবিয়ে বসে থাকে
তাকে দূরে ছেড়ে দিলে পথ চিনে ঠিক ফিরে আসে
দড়জার কড়া নেড়ে আরাম দায়ক আসনে ফিরে যায় ।
এখন দুঃখ বেশ বড় হয়েছে , গায়ে গতরে বেশ সবল ।
সে এখন আর আমার কাঁধে থাকে না ।
ঘড়ের কোনের সোফায় বসে পা নাড়ে হাত নাড়ে
ভ্রূকুটি নেড়ে আমায় প্রশ্ন করে । কে আমি ?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: আমি ভীষন অবাক হই। কবিতাটা খুব সুন্দর লিখেছেন অথচ কোনো মন্তব্য নেই। আজিব!! ব্লগারদের মতি গতি আমি বুঝি ন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৪
রানার ব্লগ বলেছেন: ব্যাস্ত জীবনে সময় বের করা খুব কঠিন! ফিরে এসে দ্বিতীয় মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৪৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কবিতা ভালো লাগলো, কি সাবলীল ভাবে লিখে ফেলেন!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৫৪
মিরোরডডল বলেছেন:
এখন দুঃখ বেশ বড় হয়েছে , গায়ে গতরে বেশ সবল ।
সে এখন আর আমার কাঁধে থাকে না ।
ঘড়ের কোনের সোফায় বসে পা নাড়ে হাত নাড়ে
ভ্রূকুটি নেড়ে আমায় প্রশ্ন করে । কে আমি ?
বরাবরের মতো রানার কবিতা খুব ভালো লাগলো।
এরকম আইডিয়া মাথায় আসে কি করে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৬
রানার ব্লগ বলেছেন: চেস্টা করি ভালো মন মতো কিছু লেখার। ধন্যবাদ ডল!!
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:২০
কামাল১৮ বলেছেন: এই পৃথিবী দুঃখে পরিপূর্ণ।সাম্রাজবাদিদের দেয়া দুঃখ।ধার্মিকদের দেয়া দুঃখ।এখন দরকার সুখের তালাশ করা।আমরা সুখে থাকতে চাই।আমি আমার কথা বললাম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭
রানার ব্লগ বলেছেন: সবাই সুখ চায় কেউই দুঃখ চায় না তাইতো ওটাকে কেউ রাস্তায় ফেলে গেছে।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩২
সোহানী বলেছেন: আরে আপনিতো দারুন লিখেছেন। অদ্ভুত লাগলো কবিতাটা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লাগলো। তবে অনেকে সুখে থেকেও দুঃখ বিলাস প্রদর্শন করে।
দুঃখ ভোলার উপায় হল মান্না দের নীচের এই গানটা গাওয়া;
দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪২
রানার ব্লগ বলেছেন: কারো কাছে দুঃখ বিলাসিতা কারো কাছে দুঃখ মানুষিক যন্ত্রণা। বিলাসি লোক কখনোই বুঝবে না দুঃখের কি জ্বালা!!
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: দুঃখ কষ্ট পাওয়া ভাল।
স্বর্ন যেমন যত পুড়ে তত খাটি হয়। ঠিক তেমনি মানুষ যত দুঃখ কষ্ট পায় তত খাটি হয়।