নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
এ তোমার কেমন প্রেম!
অজুত নিজুত সহস্র রজনীর ব্যাথার নগরীতে
আমায় ডুবিয়ে সিক্ত বালুচরে একাকী ফেলে
তুমি খুঁজে নাও ফুরফুরা হাওয়াই শার্টের কোন এক রাজপুত্র।
ভালোবাসায় ডুবে যাওয়া একটুকরো পনির আমি
যে প্রেমিকার উষ্ণতায় গলে লীন হয়ে প্রেমের পাত্রে টইটুম্বুর।
ফুটন্ত ভাতের হাড়ি থেকে ছলকে ওঠা জোয়ান।
এমনি এক ভড়া রদ্দুরের পিচ গলা দুপুরে
বিলিয়ে দেয়ার উদগ্র কামনায় ছুটা আসা
নির্বোধ যুবকের নাঙ্গা পায়ের লাল ক্ষত তে সমাহীত যে প্রেম
সেই প্রেমের শপথ ভেঙে তুমি হাত বাড়ালে জল জোঁসনায়।
এ তোমার কেমন ভালো লাগা।
যার রুপ রস গন্ধ অন্যের শার্টের কলারে
দামী পারফিউমের মাঝে ফুরফুরিয়ে মিলিয়ে যায় সন্ধ্যের আকাশে।
২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। আশাকরি পরবর্তিতে আস্ত একটা কবিতা পছব্দ হবে।
২| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!
৩| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩৮
কিরকুট বলেছেন: বুঝলাম না।
২০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪৪
রানার ব্লগ বলেছেন: বুঝে কাজ কি? কিছু জিনিস অন্যদের উপর ছেড়ে দিন।
৪| ২০ শে এপ্রিল, ২০২৩ ভোর ৪:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো বিচ্ছেদের কবিতা।
২০ শে এপ্রিল, ২০২৩ ভোর ৫:১২
রানার ব্লগ বলেছেন: আপনার পোস্টের উপর দিয়ে যে ঝর যাচ্ছে তাতে আপনি কেমন অনুভব করছেন?!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৫| ২০ শে এপ্রিল, ২০২৩ ভোর ৫:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি পোস্ট তৈরির সময়েই বুঝতে পারছিলাম যে এই পোস্টের উপর দিয়ে ঝড় যেতে পারে।
আমার এই পোস্টের মাধ্যমে অনেককে নতুন করে চিনতে পেড়েছি। এই দেশের মানুষ প্রগতিশীল না বরং প্রতিক্রিয়াশীল। নিজে কিছুই করবে না আর কেউ করতে গেলে তার হাজারটা দোষ খুঁজে বেড়ায়। ফেইসবুক আসার কারণে ব্যাপারগুলি আমাদের কাছে আরও প্রকটভাবে ফুটে উঠছে। ফেইসবুক আর ব্লগ থেকে আম জনতার সাইকোলজি বোঝা সহজ হয়ে গেছে।
২০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:১৭
রানার ব্লগ বলেছেন: হ্যা ঠিক বলেছেন। আপনার ব্যাপারেও আমার চিন্তাভাবনার বেশ কিছু পরিবর্তন এসেছে।
৬| ২০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৩
কিরকুট বলেছেন: আপনি একটা কিছু লিখলেন তাহা আমাদের মাথার উপর দিয়ে গেলো উহা কি কোন লেখা হইলো? তাও কবিতা!! নাকি নিজেই বোঝেন নাই। যা মনে আসছে তাই লিখে ফেললেন। দায়িত্বশীল হন। নিজের লেখার প্রতি ও পাঠকের প্রতি।
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩
রানার ব্লগ বলেছেন: ভাই আপনার এই পরিশ্রম স্বার্থক হতো যদি আমি আপনার কথা শুনতাম। আপনি উলু বনে মুক্তা ছড়াচ্ছেন।
৭| ২০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩১
শেরজা তপন বলেছেন: কবিদের কত ব্যাপক সুক্ষ থেকে সূক্ষ্মতর চিন্তা ভাবনা,
আমিতো ভাবতেই হাঁপিয়ে উঠি
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৪
রানার ব্লগ বলেছেন: আপনি যে একখানা উপন্যাস লিখেছেন উহাই আমার বুঝতে অনেক কঠিন লেগেছে তার থেকে দুই লাইন কবিতা লেখা অবেক সহজ।
কষ্ট করে পড়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
৮| ২০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ! খুব সুন্দর। চমৎকার লেখা
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৪
রানার ব্লগ বলেছেন: তাই নাকি? ধন্যবাদ!
৯| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০১
নীলসাধু বলেছেন: কবিতায় অনেক বানান ভুল।
২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৫
রানার ব্লগ বলেছেন: জ্বী আমি জানি। ডেক্সটপে যখন বসার সুযোগ পাবো বানান গুলো ঠিক করে নেব৷ ধন্যবাদ।
১০| ২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর কবিতা লিখলেন।
তবে কিছু কিছু পোষ্টে মন্তব্য করেছেন। সেগুলো আমি দেখেছি। আমি ফ্রন্ট পেজ ব্যানে আছি।
২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২১
রানার ব্লগ বলেছেন: হ্যা শরীর টা ভালো ছিলো না। তাই লেখা হয় নাই তেমন৷। আপনার কি অবস্থা?! ব্যান মুক্ত জীবন মনে হয় আপনার তেমন ভালো লাগে না৷।
১১| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৮
আমি সাজিদ বলেছেন: কঠিন কবিতা। মূলভাব বুঝতে পেরেছি।
২০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
রানার ব্লগ বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
১২| ২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: কিরকুট বলেছেন: আপনি একটা কিছু লিখলেন তাহা আমাদের মাথার উপর দিয়ে গেলো; উহা কি কোন লেখা হইলো? তাও কবিতা! নাকি নিজেই বোঝেন নাই। যা মনে আসছে তাই লিখে ফেললেন। দায়িত্বশীল হন। নিজের লেখার প্রতি ও পাঠকের প্রতি। কবিতা পুরোপুরি বুঝে ফেললে কবিতা আর কবিতা থাকে না। কবিতা অনুভবের বিষয়
২০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬
রানার ব্লগ বলেছেন: বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ!
১৩| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:০৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালোবাসায় ডুবে যাওয়া একটুকরো পনির আমি। এ উপমাটা দারুণ লেগেছে।