নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আঁধারে হাতড়ে বেড়াই ফেলে আসা আলোকছটা

২৫ শে মে, ২০২৩ সকাল ১১:৫০





স্মৃতির বাসরে হানা দিয়ে খুঁজে ফিরি
মিইয়ে যাওয়া ফুলের সুবাস।
স্মৃতি মানে মৃত লাশ যার গন্ধ ঢাকতে মাটি চাপা দেই
ভবিষ্যতের মাটির গর্তে ।
প্রজন্ম থেকে প্রজন্ম হাতড়ে ফিরি স্মৃতি আর স্মৃতি
কিন্তু চাপা দেয়া স্মৃতির কাছে ফেরত যেতে
কি এক চরম বিতৃষ্ণা আমাদের ।

সময়ের আঘাতে যে ক্ষত স্মৃতির নাম ধরে
বর্তমানের স্টেশানে পৌছতে না পেরে
স্মৃতির গর্তে লুকিয়ে যায় । সেই স্মৃতি কি
খুজে নেই কখনো ? সময় কে পেছন ফিরে একবারো দেখে নেই ?
যায় না , একদম যায় না । ও যে বড্ড আতংকগ্রস্থ এক বিভিষিকা ।
স্মৃতি নাম ধরে সময়ের বাঁকে লুকিয়ে থাকা কোন শ্বাপদ ।
বর্তমান কে খুবলে খাওয়ার ক্ষুধায় খুদার্ত হিংস্র প্রানী ।

স্মৃতি সে কি কেবলি আলো আর আলো ?
আঁধারের কি নাই কো দেখা ?
ওমন যে বিশাল সুর্য সেও আঁধারের গর্ভে জন্ম নেয়া নক্ষত্র ।
যে আঁধারে অজস্র আলোর কনা ছুটে যায় অনন্তের পানে ।
স্মৃতির জন্ম সেই আঁধারের গর্তে যার মরন নাই ।
আছে কেবল প্রকাশ হবার ব্যাকুলতা ।
মস্তিষ্ক নামক থকথকে জেলির শিরার নিউরনে ছুটে চলা
অসংখ্য আলোক কণার মাঝে কৃষ্ণ গহ্বরের ন্যায় খাপ পেতে থাকাই স্মৃতি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৩ দুপুর ১২:২৩

শাওন আহমাদ বলেছেন: ভালো লাগলো।

২৫ শে মে, ২০২৩ দুপুর ১২:২৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ।

২| ২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা ভালো হয়েছে।

২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০৯

রানার ব্লগ বলেছেন: হায় হায় ইহা কি করিয়া বসলাম । জলদস্যু ভাই কবিতার গলিতে চলে এসেছেন । অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: স্মৃতি কখনো আলোময় , কখনো নিকশ কালো আঁধার , কখনো ঝাপসা।

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

রানার ব্লগ বলেছেন: জ্বী উহাই বলিয়াছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.