নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বৃষ্টি পরে তোমার আমার
চোখের পাতায়
বৃষ্টি মোদের স্বপ্নটুকু
ধরে বাঁচায়
বৃষ্টি আমার ভেঁজা চোখের
কান্না থামায়
মন ভাড়ি তাই মেঘ গুলো রোজ
বৃষ্টি নামায়।
বৃষ্টি এলে বড্ড তোমায়
পড়ে মনে ।
দিন কাটে তাই এলোমেলো
চুপটি করে ঘড়ের কোনে।
বৃষ্টি আমার মন খারাপের
বন্ধু সুজন
বৃষ্টি যেনো মুধুর সুরের
মিষ্টি কূজন।
বৃষ্টি আমার বৃষ্টি তোমার
একি জলের স্বপ্ন ছোঁয়া
বৃষ্টি জমায় বুকের মাঝে
এই পৃথীবির সকল মায়া।
বৃষ্টি মানে জলের ধারা
কুলকুলিয়ে বয়ে চলা
বৃষ্টি মানে তোমার বুকে মুখ লুকিয়ে
আমার যতো গোপন বলা।
০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫০
রানার ব্লগ বলেছেন: ঠান্ডা লাগাবেন না । এই সময় টা ভালো না ।
২| ০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: রিমঝিম বৃষ্টি শুভেচ্ছা জানাই কবি রানা দা
ভাল থাকবেন-----------
০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫২
রানার ব্লগ বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা । বৃষ্টি মানে নেয়ে ধুয়ে নতুন করে জন্ম নেয়া ।
৩| ০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বৃষ্টি আমার পেঁপে গাছের মাথাভাঙ্গে।
০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৩
রানার ব্লগ বলেছেন: দুঃখজনক !! বৃষ্টির রানীর কাছে অভিযোগ জমা দিন ।
৪| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:৫৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বৃষ্টি নিয়ে চমৎকার ছন্দ।
০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৭
রানার ব্লগ বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ !!
৬| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:২৮
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল পড়তে
০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৮
রানার ব্লগ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ !!!
৭| ০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৯
মিরোরডডল বলেছেন:
রানাকে কখনও এই গান শেয়ার করেছি?
আমাদের আরেক রানা, ব্লগার নস্টালজিকের লেখা বাপ্পার গান।
বৃষ্টি নিয়ে কত গান কিন্তু আমার এটাই খুব ভালো লাগে।
এই গান শুনলে আমি যেনো কোথায় চলে যাই!!
যদিও এখন বৃষ্টি নেই, আসন্ন বৃষ্টির জন্য দিয়ে রাখলাম।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৬
শাহ আজিজ বলেছেন: তাক ধিনা ধিন
উঠোনে বৃষ্টির ধারা ঝরে রিম ঝিম
আজ লুকবো না ছাতার তলে
সারা শরীর ভিজিয়ে নেব তোমার জলে
তাক ধিনা ধিন