নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার মন ভালো নাই

২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০২




মেঘেদের মন ভালো নাই ,
তাই মেঘেরা লুকুচুরি খেলে আলোর সাথে ।

আমার মন ভালো নাই, কিন্তু লুকুচুরি খেলার মতো
কোন সাথি আমাকে বলে না এসো ছোঁয়াছুয়ি খেলি ।

কেনো তোমার মন ভালো নাই বলে কেউ
পাশে এসে বসে না ।

তাদের ও হয়তো মন ভালো নাই।

তারা ও হয়তো অপেক্ষা করে এমনি করে কারো জন্য ।

পথের সিমানায় অসহয় দৃষ্টি বিছিয়ে দেয় ।

আর বলে আমার মন ভালো নাই ।

তারাদের মন ভালো নাই, তাই তারারা ছুটি নিয়েছে
আকাশের কাছ থেকে ।

আমার মন ভালো নাই তাই আমি ছুটি নিলাম তোমাদের কাছ থেকে ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর মন ভাল হোক কবি দা
ভাল থাকবেন

২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৪

রানার ব্লগ বলেছেন: আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর মন ভাল হোক কবি দা
ভাল থাকবেন


আপনি ও ভালো থাকবেন ।

২| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৪

রানার ব্লগ বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

ধন্যবাদ !!!!

৩| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩২

মিরোরডডল বলেছেন:




ছুটি কি চাইলেই নেয়া যায়? এপ্রুভ হতে হবে নাহ!

কষ্টের কবিতা, খারাপ না!

এখন সুনীলেরটা শুনবে, তারপর কষ্টে কষ্টে কাটাকুটি।





২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৯

রানার ব্লগ বলেছেন: মিরোরডডল বলেছেন:

ছুটি কি চাইলেই নেয়া যায়? এপ্রুভ হতে হবে নাহ!

কষ্টের কবিতা, খারাপ না!

এখন সুনীলেরটা শুনবে, তারপর কষ্টে কষ্টে কাটাকুটি।




সুনীলের দেখি আমার থেকে খারাপ অবস্থা । ধন্যবাদ সুন্দর আবৃতি শেয়ার করার জন্য ।

৪| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫০

মিরোরডডল বলেছেন:




এই গান শুনলে ইনস্ট্যান্ট মন ভালো হবে।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ
ভালোবাসো আমায় এতটা

মন ভালো নেই বারে বারে মনে হয়
তুমি পাশে নেই ভাবি ধুর ছাই
কেন কাটেনা সময়
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়






২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩১

রানার ব্লগ বলেছেন: মিরোরডডল বলেছেন:

এই গান শুনলে ইনস্ট্যান্ট মন ভালো হবে।

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে
ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ
ভালোবাসো আমায় এতটা

মন ভালো নেই বারে বারে মনে হয়
তুমি পাশে নেই ভাবি ধুর ছাই
কেন কাটেনা সময়
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়


তুমি কি ম্যাজিক জানো ? মন ভালো করার । ধন্যবাদ 8-|

৫| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৮

শাওন আহমাদ বলেছেন: কেউ জানে না একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস
নিয়ে বেড়ায়-

২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩২

রানার ব্লগ বলেছেন: শাওন আহমাদ বলেছেন: কেউ জানে না একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস
নিয়ে বেড়ায়-


কেউ জানে না
কেউ বোঝে না
কেউ রাখে না খোজ
এক একটি মানূষ
কেমনে কাটায় রোজ ?

৬| ২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন খারাপের বিকাল বেলা।

২২ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:২০

রানার ব্লগ বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন:
- মন খারাপের বিকাল বেলা।


সন্ধ্যে বেলা জ্বালীয় দ্বিপ । পোকাদের অত্মহননের লাগি ।

৭| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৬

জ্যাক স্মিথ বলেছেন: আপনার মন খারাপ কারণ আপনার মন আছে তাই। :D

গান শুনেন মন ভালো হয়ে যাবে।



২৩ শে আগস্ট, ২০২৩ ভোর ৫:৫৯

রানার ব্লগ বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: আপনার মন খারাপ কারণ আপনার মন আছে তাই। :D

গান শুনেন মন ভালো হয়ে যাবে।

ধন্যবাদ, সুন্দর একটা গান শেয়ার করার জন্য। পাখিদের মন ভালো নাই, তাই তারা অরন্যে ফিরে যায়।

৮| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


মন খারাপ হলে,বানানও ভূল হয়।

২৩ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:০০

রানার ব্লগ বলেছেন: শূন্য সারমর্ম বলেছেন:
মন খারাপ হলে,বানানও ভূল হয়


অবশ্যই!! মন খারাপ তাই সব ভুল হয়ে যায়।

৯| ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিতার নাম হতে পারতো " একটি বিদায় চিরকুট"

২৩ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:০১

রানার ব্লগ বলেছেন: নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিতার নাম হতে পারতো " একটি বিদায় চিরকুট

হতে তো পারতো অনেক কিছু, তা হয় কি?!

ধন্যবাদ!!

১০| ২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমারও মন ভালো নেই।

২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১০

রানার ব্লগ বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমারও মন ভালো নেই।

কেনো ? কি হলো ?

১১| ২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৫৬

অপু তানভীর বলেছেন: মাঝে মাঝে মন খারাপ থাকাটা ভাল ব্যাপার ।

২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১১

রানার ব্লগ বলেছেন: অপু তানভীর বলেছেন: মাঝে মাঝে মন খারাপ থাকাটা ভাল ব্যাপার ।

ব্যাপার টা ভেবে দেখার মতো । মন খারাপ হওয়া টা হয়তো সিগনাল। নতুন করে শুরুর ।

১২| ২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন ভালো থাকার অনেক উপায় আছে সেগুলো খুঁজতে হবে।

২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১২

রানার ব্লগ বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন ভালো থাকার অনেক উপায় আছে সেগুলো খুঁজতে হবে।

অপশান দেন । ধন্যবাদ !!

১৩| ২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫০

জুন বলেছেন: মন খারাপ থাকলেও ব্লগে হাজিরা দেয়া মিস করলে চলবে না রানার ব্লগ #:-S
দরকার হইলে দুইদিন ছুটি নেন B:-/
কবিতায় অনেক ভালোলাগা রইলো।
+

২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: জুন বলেছেন: মন খারাপ থাকলেও ব্লগে হাজিরা দেয়া মিস করলে চলবে না রানার ব্লগ #:-S
দরকার হইলে দুইদিন ছুটি নেন B:-/
কবিতায় অনেক ভালোলাগা রইলো।


চাকরির বাজারে ছুটি নেয়া টা খুব খারাপ জিনিস । চাইলেই ভুড়ু কুঁচকে তাকায় ।

১৪| ২৩ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:০১

নজসু বলেছেন:




আজ আমার মন ভালো নেই
বসছে না মন কিছুতেই
খোলা জানালায় দাঁড়িয়ে
সুদূর আকাশ থেকে কিছু রঙ এনে দাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই

গানটার কথা মনে পড়ে গেলো। আপনার লেখার প্রতিটি শব্দের সাথে আমার মনটা যেন সাদা মেঘে পরিণত হলো। আপনার অব্যক্ত কষ্টের সাথে একাত্মা হয়ে যাচ্ছে পাঠকের মন। ছুটি চাই। তারাদের সাথে করে নিয়ে ফিরে আসতে চাই।

২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৪

রানার ব্লগ বলেছেন: নজসু বলেছেন:

আজ আমার মন ভালো নেই
বসছে না মন কিছুতেই
খোলা জানালায় দাঁড়িয়ে
সুদূর আকাশ থেকে কিছু রঙ এনে দাও না
আজ আমার মন ভালো নেই
ভালো নেই ভালো নেই

গানটার কথা মনে পড়ে গেলো। আপনার লেখার প্রতিটি শব্দের সাথে আমার মনটা যেন সাদা মেঘে পরিণত হলো। আপনার অব্যক্ত কষ্টের সাথে একাত্মা হয়ে যাচ্ছে পাঠকের মন। ছুটি চাই। তারাদের সাথে করে নিয়ে ফিরে আসতে চাই।


আমি ও ছুটি চাই । কিন্তু দিচ্ছে কে ?

১৫| ২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: একদম সাদামাটা কবিতা।

২৩ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫০

রানার ব্লগ বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: একদম সাদামাটা কবিতা।

জ্বী । রসহীন !! মন যেহেতু নাই ভালো । রস কোথা পাবো ?

১৬| ২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০০

করুণাধারা বলেছেন: আমার মন ভালো নেই তাই আমি ছুটি নিলাম তোমাদের কাছ থেকে।

নাহ্! ছুটি নেবেন না। বরং একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে আবার ফিরে আসুন, দেখবেন মন ভালো হয়ে গেছে!

কবিতা ভালো হয়েছে।

২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৩

রানার ব্লগ বলেছেন: করুণাধারা বলেছেন: আমার মন ভালো নেই তাই আমি ছুটি নিলাম তোমাদের কাছ থেকে।

নাহ্! ছুটি নেবেন না। বরং একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে আবার ফিরে আসুন, দেখবেন মন ভালো হয়ে গেছে!

কবিতা ভালো হয়েছে।


ছুটির বড্ড অভাব ! তবে চেষ্টা করছি সময় বের করে ঘুড়ে আসার। ধন্যবাদ ।

১৭| ২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৮

রানার ব্লগ বলেছেন: রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।


সহজ সরল সুন্দর মন্তব্য ।

১৮| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




Rx
আপনার পছন্দের কোনো রেস্টুরেন্টে আপনার পছন্দের কোনো খাবার খেয়ে দেখতে পারেন। মন ভালো হয়ে যাবে।

৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩০

রানার ব্লগ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন:
Rx
আপনার পছন্দের কোনো রেস্টুরেন্টে আপনার পছন্দের কোনো খাবার খেয়ে দেখতে পারেন। মন ভালো হয়ে যাবে

:D অবশ্যই এই চিকিতসাপত্র চেষ্টা করে দেখব !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.