নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

উত্তরের বেহায়া হাওয়া

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:০৮




জানালায় শিশিরের শব্দ।
উত্তরের বেহায়া হাওয়া পর্দার আড়ালে থমকে দাঁড়ায়।
দুর্গা ছুড়ি টা তার গন্ডা কয়েক ছানা পোনা নিয়ে পাড়ায় পাড়ায়
রঙ মহলের ঝংকার তুলে জমিয়ে দেয় আড্ডা।
কেবল তুমি এলে না।

আমাদের দেখা হলো না এক মেঘ কুয়াশ কি করে ঢেকে দেয় মস্ত এই শহর টা।
আমাদের দেখা হলো না নিজেদের কে।
চেনা হলো না জানা হলো না, যা হলো তা কেবলি প্রহলিকা।

কথা ছিলো তুমি আমায় শেষ রাতের ছায়ায় লুকিয়ে থাকা চাঁদ দেখাবে।
শিশিরের ফোঁটায় জমে থাকা মহুয়ার স্বাদ চেনাবে।
কোন কথাই তুমি রাখনি, নির্বাক প্রত্যাক্ষিত হয়ে রাস্তার নেড়িটার মতন
কেউ কেউ করে গুমড়ে গুমড়ে শুঁকছি তোমার পদচিহ্ন।

উত্তরের বেহায়া হাওয়া টা বদ্ধ জানালার কপাট ভেংগে ফেলতে চায়।
আমি তোমার প্রতিক্ষায় প্রতিক্ষিত জানালার কপাট সজরে চেপে ধরে আছি।
ও কপাট তোমারি ভাংগার কথা ছিলো।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪০

সুনীল সমুদ্র বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !

২| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৫

আমি সাজিদ বলেছেন: বাহ

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !

৩| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৭

স্প্যানকড বলেছেন: কেউ কথা রাখেনি ..... হা হা হা.... =p~

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৬

রানার ব্লগ বলেছেন: কেউ কথা রাখে না ....... ;)

৪| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ২:১৪

জনারণ্যে একজন বলেছেন: ভালো লেগেছে কবিতাটি, কয়েকটা লাইন অনেকদিন মনে রাখার মতো সুন্দর| তবে মনে হলো লেখার সময় আরেকটু সময় আর যত্ন যদি দিতেন, আরো ভালো কিছু একটা পেতাম।

আমরা যারা লেখক নই; আই মিন - শুধু পড়তেই আসি এখানে, তাদের আপনাদের মতো লেখকদের কাছে প্রত্যাশা থাকে অনেক, বিশেষ করে বানান ভুল-ঘটিত বিষয়গুলি একেবারেই প্রত্যাশিতই নয়।

যাইহোক আশাকরি কিছু মনে করেননি, ভালো থাকবেন।

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৮

রানার ব্লগ বলেছেন: আমি সাধারণত মোবাইল থেকে লিখি । মোবাইলে বেশ কিছু সিমাবদ্ধতা থাকে । তারপরেও আপনার সাজেশান মাথায় থাকবে । পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:


কি কথা আপনার মনে এসেছিলো, বলা কঠিন।

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৮

রানার ব্লগ বলেছেন: থিম বুঝতে পারেন নাই ? থিম হলো প্রত্যাক্ষান হবার বেদনা ।

৬| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১১

শেরজা তপন বলেছেন: দুর্গা যখন ছুড়ি; মানে অষ্টমীর সকালের কবিতা নাকই?
এমনি করেই কেউ কথা রাখে না। রাখলেও এক সময় ঠিক এলেবেলে হয়ে যায়- না রাখাই ভাল, অন্তত কিছু কাব্যিক প্রেম জমে থাকে মনে।

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৬

রানার ব্লগ বলেছেন: দুর্গা আমার কাছে সব সময় বাংলার চিরচেনা পাড়া বেড়ানি ছুড়ি। যে দুষ্টু বাচ্চাদের কান মলে দেয় আবার লুকিয়ে লুকিয়ে আচার চুরি করে ছাদের কার্নিশে দাঁড়িয়ে প্রেম করে।

৭| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় কবি দা

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

৮| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৬

মিরোরডডল বলেছেন:




কথা ছিলো তুমি আমায় শেষ রাতের ছায়ায় লুকিয়ে থাকা চাঁদ দেখাবে।
শিশিরের ফোঁটায় জমে থাকা মহুয়ার স্বাদ চেনাবে।

আমি তোমার প্রতিক্ষায় প্রতিক্ষিত জানালার কপাট সজরে চেপে ধরে আছি।
ও কপাট তোমারি ভাংগার কথা ছিলো।


এক কথায় লেখাটা অনবদ্য হয়েছে রানা।


সে আসেনি ধীরে
রাখেনি সে কথা
দিয়ে গেছে
এক বুক ব্যাথা
প্রতীক্ষাও একসময় ক্লান্ত হয়ে যায়
তবে এ কেমন প্রেম দিলে হায়!



২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৮

রানার ব্লগ বলেছেন: বুকের ভেতর কান্না জমে ডাকছে আমায় আয়
অভিমানী মন তবু দিচ্ছে না যে সায়।


ধন্যবাদ!!

৯| ২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পরে সুন্দর একটি গদ্য কবিতা পাঠ করলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

১০| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: " উত্তরের বেহায়া হাওয়া " - আসলেই বেহায়া হাওয়া ।

এই হাওয়ার প্রার্দুভাবে যদিও সবাই নিজেকে নানা আচছাদনে আচছাদিত করে তবেও তার কোন হায়া হয়না, বেহায়া ;) হাওয়ার !!!!!!

কবিতা যদিও খুব বেশী একটা পড়িনা তারপরও আজ পড়ে ফেললাম।
আর পড়েই শুধু ভাললাগা। তার জন্য +++

২৩ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। মাঝে মাঝে কবিতা পড়বেন। এতে মস্তিষ্কের জানজট খুলে যায়।

১১| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৪ শে অক্টোবর, ২০২৩ ভোর ৫:০৫

রানার ব্লগ বলেছেন: মুগ্ধ হবার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.