|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রানার ব্লগ
রানার ব্লগ
	দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

 
 
বরিশাইল্যা মনু মরো 
বরিশাইল্যা খ্যাতা 
মোগো দেইক্কা জ্বললে
তোরা চিক্কর পাইরা ম্যাতা।
মোগো আছে চিতই পিডা 
ডেগি মুরার ঝোল। 
রুডি পিডা খাইতে লাগে
নাহইল চিংগইর ঝোল। 
অ কি ভ্যেটকি দিয়া কি দ্যাহ 
ছ্যাত কইরা আও 
ওগলা বিছাই বইয়া পরো 
হোত হোতাইয়া খাও। 
বুডের ডাইল আর গরুর আড্ডি 
খাইতে ব্যামেলা। 
মাকবা আর খাবা 
তয় কিসের জামেলা। 
বরিশাইল্যা পোলা মোরা 
লক্ষ টাহা তোলা 
নেবা যতো দিমু সেতো 
ভইরা তোগো ঝোলা। 
কইলজা মোগো আহাস তামাইক
গিলা পুরা দ্যাহো ডা 
তোগো নাহান উটচুংগা নিহি? 
কি ভাবো? কি কও সও ডা। 
বরিশাইল্যা মনূ মোরা
আছেন ভবে ক্যাডায়? 
মোগো লগে টেক্কা দেবে 
আউক সামনে হেই ব্যাডায়।
 ৬৬ টি
    	৬৬ টি    	 +১১/-০
    	+১১/-০  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৩৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৩৯
রানার ব্লগ বলেছেন: শুদু চহিদার না মোগো দাদারা মন্ত্রী মিনিস্টার ও হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৩৬
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৩৬
বিজন রয় বলেছেন: ডরাই। বড্ড ডরাই। বরিশাইলারে ডরাই!!
পুরা বরিশালের ইতিহাস।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৪১
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৪১
রানার ব্লগ বলেছেন: ডরানোর কিচ্ছু নাই। মোরা বালোবাসার ব্যাপারী।
অসংখ্য ধন্যবাদ।
৩|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৫৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: মাথার উপর দিয়ে গেল 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:১৩
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:১৩
রানার ব্লগ বলেছেন: হা হা হা!! লগী দেই, ধইরা নামান। হা হা হা!!!
৪|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:১৬
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:১৬
গেঁয়ো ভূত বলেছেন: মনু, কোবতে কিন্তু মন্দ অয় নাই, চলুক....
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:৫০
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:৫০
রানার ব্লগ বলেছেন: হা হা হা, আচ্ছা!! ধন্যবাদ।
৫|  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:১৬
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:১৬
শেরজা তপন বলেছেন: ও মনু ম্যালা চমেতকার এড্ডা কোবিতা হোইছে! 
 
আমি বহুদিনের অভিজ্ঞতায় একটা ব্যাপার দেখেছি। দুই বরিশাইল্যা (বন্ধু নয় এমন) একসাথে হইলেই ঝগড়া লেগে যায়। 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৩৯
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৩৯
রানার ব্লগ বলেছেন: হা হা হা হা। স্বাভাবিক, এক বনে দুই বাঘ কখনই থাকতে পারে না। শেরে বাংলা তাই একজন ছিলেন।
৬|  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:২৩
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:২৩
মিরোরডডল  বলেছেন: 
  
 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪০
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪০
রানার ব্লগ বলেছেন: 
৭|  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:৩১
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:৩১
জুন বলেছেন: "খামু ভিরমিডা চিতই পিডা আইন্যা দাও মোরে"
 কতা হুইন্যা হাইতনায় বইয়া রানা দীজ্ঞশোয়াস ছাড়ে।  
কয় "কোম্বা আইন্যা দেই আন্নেরে হেয়া অইবে ভালো " 
  কাইন্দা কই "এয়ার চেয়ে মোর মরন ছেল ভালো "।  
  
    
 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪১
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪১
রানার ব্লগ বলেছেন: হা হা হা হা। মচতকার হয়েছে।
৮|  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:৩৯
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:৩৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা ! প্রথমে তো ভয় পেয়েছি। কিন্তু যখন পড়তে শুরু করলাম-ভাল লাগাটা শুরু হয়ে গেল-----বরিশাইল্যাদের বুকের পাডা আসলেও বেশি। আমার বন্ধুরা যাদের বাড়ি বরিশালের তারা সবাই ভালো-একটু বেশিই ভালো------
শুভকামনা রইলো।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৩
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৩
রানার ব্লগ বলেছেন: যাক একজন পেলাম বরিশাইল্যাদের ভালো বললো। আপা আপনি ফুলে ফলে দ্বীর্ঘজীবি হন।
৯|  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৬
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৬
মিরোরডডল  বলেছেন: 
ব্লগের এ অবস্থা কেনো?
সবাই কোথায়?
  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৪০
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৪০
রানার ব্লগ বলেছেন: আজ শুক্রবার তাই সবাই ব্লগ ফেলে গার্ল ফ্রেন্ড নিয়ে ঘুরতে বেড়িয়েছে।
১০|  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৬
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৬
মিরোরডডল  বলেছেন: 
পোষ্টের ছবিতে কে?
  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৪১
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৪১
রানার ব্লগ বলেছেন: অবশ্যই আমি না।  
১১|  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৩২
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিররডলরে কন মুই কাহোই দিয়া চুল আসরাইয়া আইতনায় বইয়া আসি হের লগে একটু চ্যাংড়ামি করার লাইজ্ঞা।  
  ১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৪২
১৭ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৪২
রানার ব্লগ বলেছেন: হা হা হা।
১২|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৪
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৪
মিরোরডডল  বলেছেন: 
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিররডলরে কন মুই কাহোই দিয়া চুল আসরাইয়া আইতনায় বইয়া আসি হের লগে একটু চ্যাংড়ামি করার লাইজ্ঞা। 
বাংলায় বলবে, এটা কিছু বুঝি নাই, বেশি কঠিন ছিলো।
  
 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৮
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৮
রানার ব্লগ বলেছেন: ওই তো সাড়ে চুয়াত্তর বলেই দিলো  
১৩|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৬
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৬
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: অবশ্যই আমি না। 
এটা রানা ই 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৯
রানার ব্লগ বলেছেন: শতভাগ আমি না।
১৪|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৩
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন:  কন মুই কাহোই দিয়া চুল আসরাইয়া আইতনায় বইয়া আসি হের লগে একটু চ্যাংড়ামি করার লাইজ্ঞা।  
 
 আয়নাবিবিকে বলুন আমি চিরুণী দিয়ে চুল  আঁচড়ে আঙিনায় বসে আছি তার সাথে একটু রসালাপ করবার জন্য !! 
 বাংলায় বললাম !!
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১০
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১০
রানার ব্লগ বলেছেন: আপনাকে বইরিশাইল্যাদের অনুবাদক নিয়গ দেয়া হইলো।
১৫|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৩
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৩
মিরোরডডল  বলেছেন: 
থ্যাংক ইউ রানা 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১০
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১০
রানার ব্লগ বলেছেন: আপনি সু স্বাগতম।
১৬|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১৪
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরর - নিবর্হণের অনুবাদ মোটামুটি ঠিক ছিল একটা শব্দ ছাড়া।  তবে আরও সঠিকভাবে বললে বলতে হবে - 
তাকে বলেন যে আমি চিরুনি দিয়ে চুল আঁচড়ে বারান্দায় বসে আছি তার সাথে একটু দুষ্টুমি করার জন্য।  
আইতনা মানে - বারান্দা
আর চ্যাংড়ামি - দুষ্টামি, বাঁদরামি ইত্যাদি।  
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২৬
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২৬
রানার ব্লগ বলেছেন: যাক একটা বরিশাইল্যা ভাষার ডিকশনারি খুলতে হবে।
১৭|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২১
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২১
মিরোরডডল  বলেছেন: 
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কন মুই কাহোই দিয়া চুল আসরাইয়া আইতনায় বইয়া আসি হের লগে একটু চ্যাংড়ামি করার লাইজ্ঞা। 
আয়নাবিবিকে বলুন আমি চিরুণী দিয়ে চুল আঁচড়ে আঙিনায় বসে আছি তার সাথে একটু রসালাপ করবার জন্য !!
শুনেছি মাথায় নাকি চুল নেই, তাহলে আর কি চিরুণী দিয়ে চুল আঁচড়াবে!!!
অবশ্য আমার মনে হয়, কয়েকটা চুল আছে, রাগে শজারুর মতো দাঁড়িয়ে থাকে, সেগুলো ঢেকে রাখতে ক্যাপ পরে।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২৯
রানার ব্লগ বলেছেন: কার চুল নাই?  আমার?  না না আছে তো। কিছু এখনো মাটি কামড়ে বেহায়ার মতো পরে আছে।
কিন্তু কথা হইলো আমার মাথার চুলের খবর আপনি পেলেন কি ভাবে?  আতাশ্চার্য ব্যাপার?!!  আমি তো অবাক!!
১৮|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২৫
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:২৫
মিরোরডডল  বলেছেন: 
থ্যাংক ইউ সাচু, অনেক সুইট করে বললো।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩০
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩০
রানার ব্লগ বলেছেন: https://youtu.be/-UVWgDPvZ78?feature=shared
১৯|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৬
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: কারও মাথার চুল কি সব পড়ে নাকি???!!!   
 
আর আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি।  রাগ আসলেও রাগী না।  আমি রেগে গেলে বেশী রেগে যাই এবং স্বাভাবিক হতে অনেক সময় লাগে।  তাই রাগী না।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০৯
রানার ব্লগ বলেছেন: দয়া করে মেনসান করুন। নতুবা উদুর পিন্ডি বুদুর ঘাড়ে পরবে। পরবে কি পরে গেছে।
২০|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৩
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৩
মিরোরডডল  বলেছেন: 
 
আমিতো ওটা রানা বা সাচুকে বলিনি।
যিনি তর্জমা করেছেন ব্লগের শজারু, তাকে বলেছি 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১০
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১০
রানার ব্লগ বলেছেন: শজারু কে মেনসান করুন।
২১|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০৫
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমিতো ওটা রানা বা সাচুকে বলিনি।
যিনি তর্জমা করেছেন ব্লগের শজারু, তাকে বলেছি  
 
চুল কামিয়ে রাখা হয় সবসময় । চুল ব্যাপারটা আমার এখন অপছন্দের তাই !!
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১১
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১১
রানার ব্লগ বলেছেন: একদম ন্যাড়া হলে আরো ভালো। আমি তো ইচ্ছা করে মাঝে মধ্যেই ন্যাড়া হয়ে যাই।
২২|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৩
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৩
মিরোরডডল  বলেছেন: 
চুল কামিয়ে রাখা হয় সবসময় । চুল ব্যাপারটা আমার এখন অপছন্দের তাই !!
তাহলে না চাইলেও চিরকুমারই থাকতে হবে।
like a Buddhist monk.
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
রানার ব্লগ বলেছেন: বিয়ে বা প্রেমের জন্য চুল জরুরী?!
২৩|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৭
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: নারা ভাই আপনার বাড়ি বরিশাল? আমি বরিশাল যাইনি কখনো।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৪
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৪
রানার ব্লগ বলেছেন: হুম
২৪|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৪
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাহলে না চাইলেও চিরকুমারই থাকতে হবে।
like a Buddhist monk.
 
  যা যা করলে নিজেকে খারাপ দেখায় আমি তাই তাই করি । আর ঠিক ১৩ বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি চিরকুমার থাকবো !!
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
রানার ব্লগ বলেছেন: বাল্যকালীন ইমশান।
২৫|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪২
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪২
মিরোরডডল  বলেছেন: 
যা যা করলে নিজেকে খারাপ দেখায় আমি তাই তাই করি । 
তারমানে বলতে চাইছে তাই তাই না করলে প্রিন্স চার্মিং এর মতো ছিলো।
আর ঠিক ১৩ বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি চিরকুমার থাকবো !!
ইঁচড়ে পাকা!
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৬
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৬
রানার ব্লগ বলেছেন: বাংগালী ছেলেরা অল্প বয়সেই পেকে যায়।
২৬|  ১৭ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৭
১৭ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: কী খটমট সব শব্দ রে বাবা! কিছু কিছু বুঝতে পেরেছি কমেন্ট সেকশনে এসে।
  ১৮ ই নভেম্বর, ২০২৩  ভোর ৬:৫২
১৮ ই নভেম্বর, ২০২৩  ভোর ৬:৫২
রানার ব্লগ বলেছেন: হা হা হা, বরিশালের থেকে চাটগায়ের ভাষা আরো বেশি খটমটে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২৭|  ১৭ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:০৪
১৭ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:০৪
আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ,
মুই আছি আম্নের লগে, দেশী ভাই! মোগো বাড়ীও বরিশাল! 
তয় কন, বরিশাইল্লা হোনলেই মাইনসে ছ্যান্নাৎ কৈররা ওগে ক্যা? 
আম্নের আর জুনএর ছড়ায় কতক শব্দো সব মাইনসে বোজবেনা বৈল্লা তরজোমা কইর্যা দিতাছি ----  
 
রানার ব্লগ
মুরার ( এই শব্দটা উচ্চারিত হবে "মুরহার"  ) ঝোল < মুরগীর ঝোল । 
ভ্যেটকি < দাঁত বের করে চোখ বড় বড় করে দেখা । 
নাহইল (নাহৈল) < নারকেল ।
চিংগইর < চিংড়ি মাছ । 
ছ্যাত কইরা < তাড়াতাড়ি করে । 
হোত হোতাইয়া < সুড়ুৎ  সুড়ুৎ শব্দ করে টান দিয়ে । 
আহাস < আকাশ ।
তামাইক < পর্য্যন্ত । 
জুন
ভিরমিডা <  তালের রসের তরল গুড় । 
হাইতনায় <  বারান্দায় । 
দীজ্ঞশোয়াস <  দীর্ঘ্যশ্বাস ।
কোম্বা <  পেপে । 
[ ডিকশোনারী শ্যাষ  ]
  ]
তয় বুজে পাইনা, আম্নের এই দেশী ছড়া নিয়া মাইনসে ক্যানো প্যাচাল পোডলোনা। হগলডিতে দেহি অন্ন কিচু প্যাচাল পোডতেছে..... 
  ১৮ ই নভেম্বর, ২০২৩  ভোর ৬:৫৪
১৮ ই নভেম্বর, ২০২৩  ভোর ৬:৫৪
রানার ব্লগ বলেছেন: ওই আড্ডায় যা হয়। শুরু পাতা দিয়ে শেষ কি হবে কেউ জানে না। ধন্যবাদ তর্জমা সহকারে অনুবাদ করে দেবার জন্য।
২৮|  ১৭ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:৫৮
১৭ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:৫৮
আরোগ্য বলেছেন: ও মোর খোদা! মোর পরানডা জুড়াইয়া গেল আমনের কবিতা পইড়া। মুই অহনি মোর কাজিনরে শেয়ার দিম।
  ১৮ ই নভেম্বর, ২০২৩  ভোর ৬:৫৬
১৮ ই নভেম্বর, ২০২৩  ভোর ৬:৫৬
রানার ব্লগ বলেছেন: কাজিন কি মাতারি?  হেলে আমারেও একটু পরিচয় হরায় দেন। এল্লা এল্লা আর কতো? 
ধন্যবাদ।
২৯|  ১৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:০৩
১৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:০৩
ঢাবিয়ান বলেছেন: পোস্ট , কমেন্ট খুবই উপাদেয় হয়েছে। এইবার আপনেগো বরিশাল এর খানা খাদ্য নিয়া একট পোস্ট দেন।
  ১৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:১১
১৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:১১
রানার ব্লগ বলেছেন: আচ্ছা দেবোয়ানে একদিন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩০|  ১৮ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৯
১৮ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: দারুন।
  ১৮ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৫
১৮ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৫
রানার ব্লগ বলেছেন: ধন্যাবাদ।
৩১|  ১৮ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৩১
১৮ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাগ টেক্কা দিব নোয়াখালী আমরা যদিও ডরআই।
  ২৫ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:৫৩
২৫ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:৫৩
রানার ব্লগ বলেছেন: হা হা হা !! ভয়ের কিছুই নাই । আমরা সবাই ভাই ভাই । এক রশিতে প্যান্ট শুকাই ।
৩২|  ১৯ শে নভেম্বর, ২০২৩  সকাল ৮:৫০
১৯ শে নভেম্বর, ২০২৩  সকাল ৮:৫০
কাছের-মানুষ বলেছেন: পড়ে ভাল লাগল আঞ্চলিক ভাষার কবিতাটি। । +++
  ২৫ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:৫৪
২৫ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:৫৪
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!
৩৩|  ২৪ শে নভেম্বর, ২০২৩  রাত ১০:২২
২৪ শে নভেম্বর, ২০২৩  রাত ১০:২২
খায়রুল আহসান বলেছেন: আঞ্চলিক ভাষায় কবিতা লিখেছেন, এটা কোন সহজ কাজ নয়। আমি বরিশাইল্লা না হলেও, কবিতা পড়ে বুঝতে পেরেছি।   
জুন এর মন্তব্যটা উপভোগ করলাম। চমৎকার হয়েছে।
  ২৫ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:৫৬
২৫ শে নভেম্বর, ২০২৩  সকাল ১১:৫৬
রানার ব্লগ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:২৭
১৭ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: রম্য হিসাবে লিখলেও এটা একটা খুব ভালো কবিতা হয়েছে।
ছোটবেলায় শুনতাম -
মোর বাড়ি বরিশাল
মোর দাদা চহিদার
মোরা আইনের লোক
মোরে ছেন?