নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমাদের গল্প গুলো

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪




তোর আর আমার গল্প টা বেশ জমে যাচ্ছিলো
পাড়ায় একান ওকান হতে হতে
অজস্র কানের কর্ন গহ্বরে আমাদের গল্প
আজ কানে কানে কানাকানি ।
মোড়ের পানের দোকান, মুদির দোকান,
বুট পালিশের নীতাই ও জানে গল্প গুলো ।

আমাদের গল্প গুলো চড়ুই পাখির ডানায় ভেসে বেড়ায়
এবাড়ি ওবাড়ির জানালায় । লোকে টেলিভিশান বন্ধ রেখে
জানালায় আঁড়ি পাতে । ফিস ফিসিয়ে ফোসফাঁস করে
ফেঁসে যবার ভয়ে ।

আমাদের গল্প গুলো আর আমাদের নেই ।
মিউনিসিপ্যালিটি হয়তো কিছুদিন পর ট্যাক্স বসিয়ে দিতে পারে
বিনোদন কর হিসেবে। উচ্চু মূল্যের এই যুগে বিনামূল্যে বিনোদন
কাহাতক আর সহ্য করবে প্রশাসনিক হনুরা ।

আমাদের গল্প গুলো অল্প অল্প আমায় হারালো
তোমায় হারল , জমে গেলো ফুটপাতের উপন্যাসে ।
আমাদের গল্প গুলো গল্প হয়েই থেমে গেলো ।



মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

বিজন রয় বলেছেন: ভালই তো স্মৃতিকাতরতা।
কবিদের স্পর্শে স্মৃতিরা আরো পূর্ণতা পায়।

গুল না গুলো? কোথাও গুল আবার কোথাও গুলো, কোনটা নিব?

শিরোণামেও গুল।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১

রানার ব্লগ বলেছেন: গুলো হবে । ধরিয়ে দেবার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৪

পবন সরকার বলেছেন: কবিতায় বিনোদন করের সঙ্কা উল্ল্যেখ করে চিন্তায় ফেলে দিলেন।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

রানার ব্লগ বলেছেন: ভালো তো দেশে একজন চিন্তাবিদ বাড়লো । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: রানার ব্লগ,




ভালো কবিতা হয়েছে কিন্তু "তোমার" আর "আমার" গল্পে প্রশাসন কেন হাত দেবে ? বরং " তোমাদের" আর " আমাদের" গল্পগুলোকে প্রশাসন ফুটপাতের উপন্যাস বলে রায় দিয়ে হাজত -বাস দিয়ে ফেলতে পারে! :||

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২২

রানার ব্লগ বলেছেন: প্রাইভেসি নামক শব্দ টা যেভাবে মানুষ ভুলে যাচ্ছে তাতে প্রশাসন ট্যাক্স বসাতেও পারে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: ট্যাক্সের সার্টিফিকেট দিলে সমস্যা নাই বই ছাপানোর জন্য লোনের আবেদন করা যাবে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫

রানার ব্লগ বলেছেন: হা হা হা !

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

রানার ব্লগ বলেছেন: জটিল গড়ল ধন্যবাদ !!!

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

মিরোরডডল বলেছেন:



আমাদের গল্প ভালো লাগলো।

রানাটা একদম কথা শোনে না!

লেখা পোস্ট করার আগে একটু সামান্য চোখ বুলিয়ে নিলেই অনেক বানান ঠিক করে নেয়া যায়,
কিন্তু না, রানা এটা কিছুতেই করবে না :(

অবাধ্য দস্যু একটা :)


২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

রানার ব্লগ বলেছেন: ভালো লেগেছে জেনে তৃপ্ত ।

কথা শুনলে এমন মিস্টি করে অনুযোগ করতো কেউ ?

আলসেমি, আমি বড্ড অলস ।

আপনার মনের ঘড়ের দড়জা টা খোলা রাখবেন । মধ্য রাতে আসছি । দস্যু মনহর ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার হয়েছে। + রইলো।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫৮

সামরিন হক বলেছেন: ভালো লাগলো লেখাটা।
সুপ্রভাত।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! সুপ্রভাত!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.