নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুই কি?

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১



তুই যে আমার
শিক্ত শিশির
আমন ধানের মিষ্টি সুবাস
মেঘলা বিকেল
কারন বিনা রোদন।

তুই কি আমার
মুক্ত আকাশ
সুপ্ত প্রকাশ
বুকের ভেতর যাতন ?

তোর কি কভু
প্রেম পায় না ,
মন চায় না
মাঁখতে গায়ে আমায় ?

আমার কিন্তু খুব করে চায়
সকাল বিকেল প্রেম শুধু পায়
জাপটে ধড়ে বুকের পাঁটায় ।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে দাদা...

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ দাদা !!!

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার বুকের পাটায় কবিতার খাতা লেপ্টে থাক।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

রানার ব্লগ বলেছেন: আরে বাহ !! ধন্যবাদ !!!

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর গীতি কবিতা
সুর কণ্ঠ হলে আর সুন্দর লাগবে

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০

রানার ব্লগ বলেছেন: সুর দিয়ে গেয়ে ফেলুন । আমাকেও একটু শুনাবেন ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৪

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:


সমাজের বাস্তবতায়, প্রেম ভালোবাসার স্হায়ীত্ব কি কমে যাচ্ছে?

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

রানার ব্লগ বলেছেন: স্থায়ীত্ব শুধু কমে যায় নাই এর সংগাও পরিবর্তিত।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

বিজন রয় বলেছেন: তুই কি?

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

রানার ব্লগ বলেছেন: প্রশ্ন বোদক চিহ্ন খানা দিয়েছিলাম ভুতে তুলে নিছে হয়তো। ধন্যবাদ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মিরোরডডল বলেছেন:




রানা, অনেক সুইট একটা কবিতা।
একদম মিষ্টি রস গলে গলে পড়ছে।


৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

রানার ব্লগ বলেছেন: শীত কাল তো রসের মাস । খেজুরের রস ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: "প্রেম সত্য প্রেম শ্বাশত প্রেম অবিনশ্বর।
এমনি প্রেমের মাঝে রহেতো ঈশ্বর। "


হাসানের গানটা ২০০১ সালের। এখনো শুনি মাঝে মাঝে। আপনি?

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

রানার ব্লগ বলেছেন: আমার যখন যা পছন্দ তাই শুনি । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.