নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১২




শুভ্র হংসরাজের পিঠে চেপে যে প্রেম ভেসে বেড়ায়,
নীল জলরাশির দুরন্তপনায়,
সেই প্রেমের বোগদাদী আতর মেখে মজনু হতে চাই।

শিশিরের শীতল জলের নব জাগরনের পত্র পল্লবের সবুজের ঘোলে
নিজেকে চুবিয়ে চুবিয়ে পরিশুদ্ধতার নিরখে খাটি হয়ে প্রমান করতে চাই
কোন দূর পরবাসের পিথাগোরাসের দুর্বদ্ধতা নই,
বরং বড্ড সেকেলে এক গোবেচারা প্রেমিক
যে রোজ স্বপ্ন দেখে।

প্রেমিকার কান্না মুছে দিতে বুক পকেট ছিড়ে রুমাল বানিয়ে দেয়।
রাত জাগে, ভোর দেখে, মন কাঁদায়, ছলো ছলো আঁখি লাল করে বলে,
আমি তোমাকে ভালোবাসি।

হাজার খানেক অশুদ্ধ শব্দে প্রেম রচনা করে লোক হাসায়।
কিংবা হঠাৎ কোন অজানা দুঃখে শিরার ব্যবচ্ছেদ ঘটায়,
অচেনা কোন বুনো উল্লাসে হা হা করে হেঁসে ওঠে ,
ভাঙ্গে, গড়ে, আবার ভাঙ্গে, হাতের মুঠোয় জীবন চটকে দেয় ।
খামছে ধরে জোছনার আলো, বুভুক্ষের মতো গিলতে থাকে।

যে এখনো রোজ একটা গোলাপ কেনে ।
সন্ধ্যার আকাশ যখন নব বধুর লাজ ভেঙ্গে
রাতের রানির পশরা সাজিয়ে বসে, ফুল বাজারের
সেরা গোলাপ টি তখন সে সাজায় অভিসারে মত্ত প্রিয়ার লাগি।

বড্ড সেকেলে পুরানা বাসি এক প্রেমিক সে।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:



কৈশোরে বসন্তের আগমণ মনকে উদাস করে দিতো। দেশে কি বসন্ত এসেছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৮

রানার ব্লগ বলেছেন: আয়জন চলছে। মাত্র এক পশলা বৃষ্টি হলো। বাসন্ত দুয়ারে।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৭

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে দাদা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:১৪

মিরোরডডল বলেছেন:




হাজার খানেক অশুদ্ধ শব্দে প্রেম রচনা করে লোক হাসায়।

এটাই আমাদের রানা :)

সঠিক বানান হবে:

বাগদাদী
শীতল
পকেট
বুনো
মুঠোয়



০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০১

রানার ব্লগ বলেছেন: শব্দটা বোগদাদী, এটা লোকাল শব্দ। বাকি গুলা পরিবর্তন করে দেয়া হবে। ধন্যবাদ। তারপরেও উল্টা পাল্টা বানান থাকা একদিক থেকে সেইফ, কারন কিছু মানুষ এই অধম কে বেশি সিরিয়াসলি নিয়ে কপি করে ফেলছে।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩১

মিরোরডডল বলেছেন:




প্রেমিকের একটাই পরিচয়, সে প্রেমিক।
একালের না সেকালের, doesn't matter.

তারপরও তুলনা করলে দেখা যায়, সেকেলে প্রেমিক এই সময়ের আধুনিক প্রেমিকের চেয়ে বেশি খাঁটি।
শুধু প্রেমিক না, প্রেম প্রেমিকা সব।

এখন সবই অস্থির, ঠুনকো।
আজ যে পাগল প্রেমিক, কাল সে অচেনা একজন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০২

রানার ব্লগ বলেছেন: জীবন মান উন্নয়নের সাথে সাথে প্রেমিকদের ও পরিবর্তন এসেছে, সেই তুলনায় আমি বড্ড সেকেলে।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০

জাহিদ অনিক বলেছেন: বোগদাদী আতর পর্যন্ত ভালোই লেগেছিল ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: ধিরে ধিরে ভালো লাগা বাড়বে আশাকরি B-)

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: শব্দটা বোগদাদী, এটা লোকাল শব্দ।

বোগদাদী অর্থ কি?

উল্টা পাল্টা বানান থাকা একদিক থেকে সেইফ, কারন কিছু মানুষ এই অধম কে বেশি সিরিয়াসলি নিয়ে কপি করে ফেলছে।

রানা লেখে ভালো, তাই লেখায় নজর পড়েছে।
কিন্তু কে কপি করলো? ব্লগের কেউ নাকি বাইরে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

রানার ব্লগ বলেছেন: বাগদাদী স্থানীয় উচ্চারনে বোগাদাদী । স্থানীয় পর্যায় খুব বাজে একটা আতর বিক্রি হয় হাটে বাজারে, একে রহস্যময় আবারন দিতে উচ্চারন টা বোগদাদী করে বলে । বোগদাদী আতর ।

অবশ্যই ব্লগের বাহিরের কেউ । ফেইসবুক পার্টি । আমার এক বন্ধু আমাকে আমার লেখা দিয়ে বলছে সে লিখছে । আমি হেসে কুটি কুটি , পড়ে যখন তাকে আসল কথা বলি সে বলে যে ওটা সে ফেইসবুক থেকে সংগ্রহ করেছে ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: জীবন মান উন্নয়নের সাথে সাথে প্রেমিকদের ও পরিবর্তন এসেছে, সেই তুলনায় আমি বড্ড সেকেলে।


পরিবর্তন ভালো কিন্তু কিছু পরিবর্তনে মানবিক মূল্যবোধের অবক্ষয় দেখতে পাই, সেক্ষেত্রে সেকেলেই ভালো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮

রানার ব্লগ বলেছেন: প্রেমিক সেকেলেই ভালো কিন্তু প্রেমিকাকেও সেকেলে হতে হবে নতুবা জমবে না ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

মিরোরডডল বলেছেন:



আমার এক বন্ধু আমাকে আমার লেখা দিয়ে বলছে সে লিখছে ।

সেই বা কি করে বলে সে লিখেছে, আজব!!!
ধরাতো খেলো :)

লেখক বলেছেন: প্রেমিক সেকেলেই ভালো কিন্তু প্রেমিকাকেও সেকেলে হতে হবে নতুবা জমবে না ।

তাতো অবশ্যই, সেইম পেইজে না হলেতো প্রেমেই পড়বে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

রানার ব্লগ বলেছেন: সেই বা কি করে বলে সে লিখেছে, আজব!!!
ধরাতো খেলো


বুঝতে পারে নাই , মাফ করে দিছি , অবশ্য সে লজ্জাও পেয়েছে ।

তাতো অবশ্যই, সেইম পেইজে না হলেতো প্রেমেই পড়বে না।

সেইম পেইজে ফেলাটাই বড্ড কঠিন ।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

সোনালি কাবিন বলেছেন: মনোরম ভাষায় লিখেছেন। শেষে এসে যুগের প্রতিফলন ঘটেছেঃ

"বড্ড সেকেলে পুরানা বাসি এক প্রেমিক সে"

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! প্রমিকরা সব সময় বাসি, পুরানা , টক টক গন্ধ যুক্ত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.