নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দুরে থাকুন তারা যারা ধর্ম কে পুজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশ বিরধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্থানী প্রেমী গন।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি জানি না প্রেম কাকে বলে ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১




ফাল্গুনের এই সময়ে, আমি প্রশ্ন করি , প্রেম কাকে বলে?
উত্তর পাই না, কেউ প্রয়োজন বোধ করে না উত্তর দেবার ।
ভালোবাসার সংজ্ঞা জানার জন্য শেষ বেলার শিশিরে
মাথা ভিজিয়ে রমনার মাঠে দৌড়ে বেড়াই ।
কেউ এসে বলে না, ঠান্ডা লাগবে ঘরে চলে ।
আমি জানি না , আমি একদম জানি না ।
প্রেমের আসলেই কোন সংজ্ঞা আছে কিংবা নাই ।

কেবল জানি, তোমায় না দেখলে বুকের ভেতর
যে আছে সে বড্ড ব্যাকুল হয়ে পরে ।
ধমনীর অলিতে গলিতে অসভ্য কুকুরের মতো
চিৎকার করে ছুটে বেড়ায় ।
অসহ্য এক হাহাকারের শৈত্য প্রবাহ হয় ।
গাজা মরফিন হেরোইনে নেশা ধরে না
যে নেশা তোমার শরীরের সুবাসে হয় ।

ভালোবাসার সংজ্ঞা জানতে ভিখেরির মতো ,
দ্বারে দ্বারে হাত পেতেছি । সপাটে বন্ধ হয়ে যাওয়া দ্বারে
কান পেতেছি, বুকের ধুকপুকানি চেপে ধরেছি
যদি কেউ নীরবে, নিভৃতিতে, কিংবা
ফিসফিসিয়ে ভালোবাসার সংজ্ঞা জানায় ।
ব্যার্থ সকল মন্ত্রণা , কেউ জানে না সংজ্ঞা কি ?
কেবল জানে ভালোবাসা হয় বা হয়ে যায় ।

কেবল এটা জানি , তুমি আমাকে ঘৃনার আঁচলে পেঁচিয়ে
তিব্র অভিমানে, মুখে তুলে খাইয়ে দাও ।
ঘুমিয়ে গেলে মাথার নীচে বালিশ টেনে দাও ।
বুকের পশম আঁকড়ে ধড়ে কামনা খুজে নাও ।
ক্লান্ত চোখের পাতায় ঘুম নেমে এলে
উষ্ণ শরীর দিয়ে আমায় ঢেকে দাও ।
যত্ন করে পায়ের নখ কেটে দাও কিংবা চুলের সিথি ঠিক করে দাও ।

আমি জানি না প্রেম কাকে বলে ।
আমি জানি না ভালোবাসা কি করে হয় ।
শুধু জানি তোমায় না পেলে ,
অর্ধ মৃত এই পৃথিবীতে আমার নিঃসঙ্গ প্রহর কাটে।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: এইযে মিয়া ভাই এ কেমন কথা হলো? হেডলাইনের সঙ্গে কাব্যে কোনো মিল নেই। শুরুতে বললেন আপনি প্রেম কাকে বলে জানেন না।ওমা! এসে দেখলাম প্রেমের ফানুস উড়িয়েছেন :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

রানার ব্লগ বলেছেন: এতো কিছু লেখার পরেও আমি সংজ্ঞা পেলাম না ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: কয়েকটি বানান কাইন্ডলি আরেকবার পড়ে ঠিক করলে ভালো হয়।
এই কমেন্টটি দয়া করে ডিলিট করে দিবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

রানার ব্লগ বলেছেন: আচ্ছা ঠিক করে নেব । না না , থাক মন্তব্য । ধন্যবাদ ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ বিকেল দাদা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

রানার ব্লগ বলেছেন: শুভ সন্ধ্যা !!!

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কবি প্রেম আপনি ভালই বুঝেন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

রানার ব্লগ বলেছেন: আমার তো মনে হয় প্রেম মহাশুন্যের মতো অসিম।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩

মায়াস্পর্শ বলেছেন: এত সুন্দর কিভাবে লিখেন? অনেক সুন্দর লেগেছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

রানার ব্লগ বলেছেন: একি প্রশ্ন আপনাকেও করলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:


টাইপো?

গাজা, ... হিরোইনে নেশা *ধড়ে না

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩

রানার ব্লগ বলেছেন: ঠিক করে নেব। ধন্যবাদ।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

জুন বলেছেন: এইটা কি ভালোবাসা দিবস উপলক্ষে লিখছেন রানার ব্লগ?? যদি তাই হয় তাহলে এক্কেবারে পারফেক্ট কবিতা যাকে বলে।
অনেক ভালোলাগা রইলো ভালোবাসার কবিতায়।
+

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

রানার ব্লগ বলেছেন: বাহ!! আপনি ঠিকি বুঝে ফেললেন। একেই বলে সামাজদার কে লিয়ে ইশাড়াই কাফি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৩৮

মিরোরডডল বলেছেন:




আমি জানি না প্রেম কাকে বলে ।
আমি জানি না ভালোবাসা কি করে হয় ।
শুধু জানি তোমায় না পেলে ,
অর্ধ মৃত এই পৃথিবীতে আমার নিঃসঙ্গ প্রহর কাটবে ।



না জেনেই এই অবস্থা রানা, জানলে কি হতো তাই ভাবছি।



১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৫১

রানার ব্লগ বলেছেন: ভাগ্যিস জানি না। :D


যদি জানতুম ভালোবাসা কারে কয়
তবে কি তোমায় প্রেম জানাতে
পেতাম কি কভু ভয়।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.