নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মতামত জানতে আগ্রহী

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

একজন লেখকের পাঠকের কাছে কি চাওয়া থাকতে পারে?

পাঠক তার লেখা মনোযোগ সহকারে পড়বে । ভালো, মন্দ, বাজে, অপাঠযোগ্য যাই হোক তা সে তার সমালোচনায় প্রকাশ করবে । এতে পাঠক এবং লেখকের মধ্যে একটা সেতু তৈরী হয় । লেখক পাঠকের চাহিদা ও পাঠকের অনুভূতি বুঝতে পারে ।

লেখক হিসেবে একজন পাঠকের কাছে পৌঁছানর মাধ্যম কি ?

একটা বই প্রকাশ । যে বই পাঠক কে লেখকের সকল চিন্তা ভাবনার সাথে পরিচয় করিয়ে দেবে ।

তাই ভাবলাম একটা মাধ্যম প্রকাশ করি পাঠকের মনের গহীনে নাড়া দেবার জন্য । আর সেই মাধ্যম আর কিছুই না একটা বই প্রকাশ ।

আমার লেখার মূল প্রকাশক যেহেতু সামহোয়্যার ইন ব্লগ , তাই ব্লগের পাঠক ও লেখকদের কাছে প্রশ্ন রাখি করবো কি এক খানা বই প্রকাশ ।

নীচে স্যাম্পোল দিলাম । B-))

আপনাদের সমালোচনা আলোচনা গালাগালি সকল কিছু শিরধার্জ। যদি বই খানা কিনে এনে পড়েন। প্রয়োজন মনে হলে বাড়ি বয়ে গিয়ে আপনার দু কথা শুনে আসবো।


মন খুলে গালি দিতে চাইলে বলবেন, ফোন করে নিজ দায়ীত্বে শুনে নেব।


আমি হতেই পারি আপনার ঘৃনার পাত্র, অপছন্দের পাত্র, বিরক্তিকর প্রানী বা ভালোবাসার মানুষ। আপনার ভালোবাসা, ঘৃনা, অপছন্দ, বিরক্ত জানাতে হলে আসুন বই মেলায়, স্টল নং ১৪৫, কিনে নিন এক টি বই তারপরে জানিয়ে দিন সকল অনুভুতীর প্রকাশ। আমি মাথায় তুলে রাখবো আপনাকে ও আপনার অনুভুতিকে।








মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: হুমায়ুন আহাম্মেদের বই নিজের নিজের নামে? ক্যামবা কি? :||

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

রানার ব্লগ বলেছেন: বইয়ের নাম এক হতেই পারে গল্প ভিন্ন ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

জ্যাক স্মিথ বলেছেন: বই'য়ের নাম একটু এদিক সেদিক করে প্রাকশ করে ফেলেন, আশা করি হিট হবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮

রানার ব্লগ বলেছেন: প্রথমতো ইহা রবী বাবুর গানের কলি । সমস্যা থাকলে বেচার রবি বাবু কে চিতা থেকে উঠে এসে বলতে হবে । দ্বিতীয়ত একি নামে অনেক বইয়ের নাম করন হতে পারে যেমন মানুষের নাম একি হতে পারে কিন্তু ভেতরের মশলা আলাদা । কোথায় হুমায়ূন আর কোথায় আমি , আসমান জমীন ফারাক ।এই ফারাক সবাই বুঝবে । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উপন্যাস? প্রকাশনীর নাম, স্টলের নাম্বার দিয়ে দিন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

রানার ব্লগ বলেছেন: ছোট গল্প সংকলন। স্টল নং ১৪৫।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫

নয়ন বড়ুয়া বলেছেন: ছোটগল্প নাকি উপন্যাস?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: ছোট গল্প!!

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: একই নামে বই হতে পারে।
এটা দোষের কিছু না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: আমি এমনি জানি। ধন্যাবাদ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

সমূদ্র সফেন বলেছেন:
একই নামের বইয়ের নামকরণে লেখকদের সৃজনশীল স্বাধীনতা রয়েছে। তবে, পাঠকদের বিভ্রান্তি এড়াতে লেখকদের উচিত বইয়ের বিষয়বস্তু ও লেখকের পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা। একই নামের বই হলেও বিষয়বস্তু ভিন্ন হলে বইগুলো আলাদা বলে বিবেচিত হবে।
লেখকের পরিচয় ভিন্ন হলে একই নামের বইগুলো আলাদা বলে বিবেচিত হবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: নামে মিল থাকতে পারে কিন্তু বিষয়বস্তু সম্পুর্ন আলাদা।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

মায়াস্পর্শ বলেছেন: প্রকাশ করে ফেলেন ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬

রানার ব্লগ বলেছেন: মেলায় গিয়ে এক কপি কিনে, ছবি প্রকাশ করুন। স্টল নং ১৪৫।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:



আপনি লিখলে, সেখানে কিসব বিষয় ও কিসব ভাবনা স্হান পাবে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

রানার ব্লগ বলেছেন: লেখক হিশেবে মানুষ কে আনন্দ দেয়াই আমার কাজ। একটা বই পড়ে সে যেন খানিক সময়ের জন্য হলেও এক ধরনের প্রশান্তি বা তৃপ্তি অনুভব করে। এটাই লক্ষ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

কামাল১৮ বলেছেন: গল্পও একই রকম হতে পারে।কি বলেন ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

রানার ব্লগ বলেছেন: কোন সম্ভাবনা নাই। মুলতো ইহা রবীন্দ্রনাথের গান বা কবিতার লাইন। এটা কে যে কেউ ব্যবহার করতে পারে।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: এখনের লেখকরা সমালোচনা নিতে পারে না। কেউ সমালোচনা করে ম্যাও প্যাও পোস্ট বললে মনে করে ব্যক্তি আক্রমণ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

রানার ব্লগ বলেছেন: আমি চাই আপনি বই টা কিনে, পড়ে, উচুমানের সমালোচনা করুন৷ চাইলে আমাকে চোর বাটপার খুনী বদমাশ বলতে পারেন৷ তারপরেও কিনে পড়বেন এটাই আমার স্বার্থকতা। আপনি চাইলে বিকাশে টাকা পরিষধ করে বই খানা সংগ্রহ করতে পারেন৷ কুরিয়ার এর খরচ আমার।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

শেরজা তপন বলেছেন: কেউ ভাল বলবে কেউ মন্দ বলবে, কেউ চুল-চেরা বিশ্লেষণ করবে, কেউ না পড়েই আপনার সাহিত্য প্রতিভা নিয়ে প্রশ্ন করবে। আপনার অতি কাছের মানুষ খুব অনাগ্রহভরে বইটার দুপাতা উল্টে রেখে দিবে। অপরিচিত নতুন লেখকদের কেউ বিশেষ পাত্তা দেয় না, প্রকাশক থেকে পাঠক এমনকি ঘরের বউও হেলা-ফেলা করে( যদি আগে থেকে সে আপনার লেখার ভক্ত না হয়)। এমন আরো কিছু যদি ইগ্‌নোর করতে পারেন তো নির্দ্বীধায় বই প্রকাশ করে ফেলেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩

রানার ব্লগ বলেছেন: করুক। ভালো বলুক মন্দ বলুক যা ইচ্ছা তাই ছিড়ে বিশ্লেষান করুক, আমি চাই তাও কিনুক। গোপন কথা বলি আমার পরিবারে মোটামুটি হা হা হি হি বয়ে যাচ্ছে। আমি থোড়াই কেয়ার করি।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল রানা ভাই। কোনো সংকোচ বা দ্বিধা নাই, মন যা চেয়েছে, জলদি তা করে ফেলুন।

শেরজা তপন ভাই ভালো বলেছেন। তার সাথে একমত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

রানার ব্লগ বলেছেন: করে ফেলেছি ভাই৷ বই মেলার ১৪৫নং স্টলে পাওয়া যাচ্ছে। ইচ্ছা হলে সংগ্রহ করতে পারেন।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৭

নিমো বলেছেন: লেখক বলেছেন: ছোট গল্প সংকলন।
বইটা না পড়েই একটু সমালোচনা করি। আশা করি মনে কিছু করবেন না। বই মানেতো কেবল লেখা না। বইয়ের বাঁধাই, পৃষ্ঠা, প্রচ্ছদ সবই। প্রচ্ছদ দেখে ঠিক বুঝতে পারলাম না গল্পগুলো কোন বয়সীদের মাথায় রেখে লেখা। শিশু-কিশোর! প্রচ্ছদের ফন্ট টাইপ চলনসই, রঙ ভালো লাগে নাই। প্রচ্ছদটা সস্তা লাগছে। বই পড়ে বাকি কথা বলব।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৬

রানার ব্লগ বলেছেন: আচ্ছা।আমি আপনার সমালোচনার অপেক্ষায় থাকলাম। এটা সবার জন্য। কিশোর তরুন যুবা প্রবীন বৃদ্ধ। শিশুদের জন্য বলছি না কারন শিশু কে জটিলতার মধ্যে ফেলা ঠিক না।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: ফিরে আসার জন্য ধন্যবাদ !!!

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫

নীল আকাশ বলেছেন: অভিনন্দন আপনাকে। কালকে মেলায় দেখা হতে পারে যদি সন্ধ্যার দিকে থাকেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

রানার ব্লগ বলেছেন: রবি বার মেলায় থাকবো আশাকরি !

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬

নীল আকাশ বলেছেন: বই নিয়ে আরো বিস্তারিত আরো পোস্ট দিন ব্লগে আর সোশাল মিডিয়ায়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০

রানার ব্লগ বলেছেন: দেয়া যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই পোস্ট টা কাজে দিচ্ছে ।

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬

মিরোরডডল বলেছেন:




রানা এতো ভালো লেখে।
রানা চাইলেই নিজের দেয়া অনেক সুন্দর একটা নাম দিতে পারতো!
পরিচিত কমন এই নামটা না দিলেও হতো ।

আমাদের পাগলাটা বই বের করবে আর পড়বো না, তাই কি হয়!
অবশ্যই ইচ্ছে আছে পড়ার।
অনেক শুভকামনা রানা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

রানার ব্লগ বলেছেন: বইয়ের নাম গল্পের নামে হতে হয় । বইটার ভেতরে এমন নামে একটা গল্প আছে । তাই এই নাম ।

আশা করি বই পড়ে সমালোচনা করবেন ।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন:
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বইমেলা থেকে আপনার বইটা নিলাম। 'আমার বন্ধু রাসেদ' গল্পটা পড়েছি। বেশ মজার হয়েছে। সবগুলো পড়ে মতামত দেব।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!! জানাবেন, বাকি গল্প গুলো কেমন লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.