নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আবল তাবল ভাবনা

০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৮

"না, আমি আমার শৈশব কে মিস করি না, তরুণ যৌবন কোন কালকেই মিস করি না। পারতপক্ষে এই সময়কালের কে আমি ঘৃণা করি। তবে কিছু স্মৃতি আছে যা আমাকে থমকে দেয়, খানিক ভাবায়, ভাবতে ভাবতে হয়তো চোখের কোন ভেজে তার পর বর্তমানের প্রখরতায় তা শুকিয়ে যায়।

তুমি হয়তো বলবে তুমি তোমার বন্ধুদের মিস করো না। না, করি না। আজন্মকাল আমি একা পথে চলেছি, বন্ধু ছিলো আছে কিন্তু তারা স্থায়ী হতে পারে নাই বা তারাই চায় নাই। আমাকে এই সুজুগে অসামাজিক ভাবতে পারো বা বলেতেও পারো।

একটু আগ বাড়িয়ে বলবে হয়তো তুমি আমায় মিস করো না। হ্যা, করি, ভোরের আকাশের শুভ্রতা আমার জানালায় যখন উকি মারে আমি তোমায় ভাবি। যখন দুপুরের কাট ফাটা রৌদ্দুর কে ঝেটিয়ে আষাঢ়ের শ্রাবন নামে আমি তোমার হাত ধরে উলংগ হয়ে ভিজতে চাই যখন পুর্নিমা এসে জানালায় কড়া নাড়ে, মনের জানালায় আমি তোমায় খুজি। কিন্তু তারপর, নিঃসংগতাই আমার পছন্দ।

লোকে মৃত্যু নিয়ে কতো ভাবে কিন্তু এরা ভাবে না জন্মের আগের কথা। জন্মের আগে যা ছিলো মৃত্যুর পরে তাই থাকবে। শুধু বাহকের পরিবর্তন ঘটবে। শরীর খানা বাহক বৈ কিছুই নয়। শরীর বাহকে কাম লোভের মোহেয় থাকি, শারীর ছেড়ে বেড়িয়ে গেলে অন্য কিছুর মোহেয় কাটবে সময় হীন সময়। যেমন কেটেছিলো জন্মের আগে।"

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:১২

জুন বলেছেন: রিয়েলি আবোল তাবোল :`>
তারপরও একটা প্লাস দিলাম
+

০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৩

রানার ব্লগ বলেছেন: মাঝে মাঝে আবল তাবল ভাবা উচিৎ, লাইক দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। ব্লগ কোটা আর ব্লগের অন্তিম সময় নিয়ে অসংখ্য পোস্ট যাচ্ছে তাই ভাবলাম স্বাদ পরিবর্তন করা দরকার।

২| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৪

করুণাধারা বলেছেন: রিয়েলি আবোল তাবোল
তারপরও একটা প্লাস দিলাম
+


ভাগ্যিস এই মন্তব্য খানা ছিল! নিজের মাথায় কোন কথাই আসছিল না মন্তব্য করার জন্য। :|

০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩১

রানার ব্লগ বলেছেন: হা হা হা,

না না হবে না, কপি করা চলবে না।

৩| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: কামলোভ এর চাহিদা না মেটাতে পেরে ব্লগে পর্যন্ত অনেকে উম্মাদের মত আচরণ করে আবল তাবল বকে।

০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩১

রানার ব্লগ বলেছেন: ও সবাই করে, ওতে দোষ নাই।

৪| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪০

নাহল তরকারি বলেছেন: ওরে বাপ রে বাপ। এসব কি কথা!!

০৯ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৫

রানার ব্লগ বলেছেন: অন্যায় কিছু কি বললাম?


আচ্ছা শব্দটা নাহল না নাহইল হবে??!

৫| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১০:০১

কামাল১৮ বলেছেন: গদ্য কবিতার মতো হয়ে গেছে।

০৯ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৪

রানার ব্লগ বলেছেন: যাক একটা কিছু তো হইছে!!!

৬| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১১:০২

শায়মা বলেছেন: আমিও আমার উপরের দুই আপুর মত দয়া করে একটা প্লাস দিলাম। :)

০৯ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৭

রানার ব্লগ বলেছেন: মানে কি??!! দয়া দাক্ষিন্য চাহি না হে কন্যা!!

৭| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১১:১৯

শায়মা বলেছেন: না চাহিলে যারে পাওয়া যায়.....
তেয়াগিলে কাছে আসে .....
দিবসে সে ধন হারায়েছি আমি-- পেয়েছি আঁধার রাতে॥

কবিগুরুর কথা হে বালক!!!

০৯ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৪

রানার ব্লগ বলেছেন: কি উত্তর দেব বুঝতাম পারছি না।

৮| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩০

মনিরা সুলতানা বলেছেন: পড়তে ভালো লাগলো তো।

আপনার সিরিজের কি হইলো ?

০৯ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩২

রানার ব্লগ বলেছেন: আপা, অসুস্থ ছিলাম বেশ কিছুদিন সেই সাথে পারিবারিক ও অপিসিক কিছু ঝামেলায় বন্দী ছিলাম। তিন পর্ব লেখাই আছে, সুজুগ মতো কিছু পরিবর্তন করে পোস্ট করে দেব।

৯| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: হা হা তাইলেই বুঝো বালক তোমার পোস্ট পড়িয়া আপাদের কি অবস্থা হইয়াছে।

১০ ই জুলাই, ২০২৪ ভোর ৫:১২

রানার ব্লগ বলেছেন: বালিকে!! মাঝে মাঝে প্রশংসা হেতু মানুষ নির্বাক হয়ে যায়। আপারা নির্বাক।

১০| ১০ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৪৬

সামরিন হক বলেছেন: ভালো লাগলো লেখাটা।


শুভেচ্ছা রইলো।

১০ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!

১১| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৯

জ্যাক স্মিথ বলেছেন: আপনার ভাবনার গভীরতা অনেকেই বুঝতে পারেনি।

১২ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৯

রানার ব্লগ বলেছেন: একদিক থেকে কিন্তু ভালই হয়্রছে না বুঝে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.