নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

শুধুই তুমি ও তোমার জন্য

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১



ওই চোখে যেন এক গোপন জোছনার গল্প,
যেখানে হরাতে চায় আমার সকল ক্লান্তি।
ও ঠোঁটের লালিমায় বাসা বাঁধে
অসংখ্য না বলা অভিমান রাশি রাশি।

তোমার চোখ যেন এক অসমপুর্ন কবিতা,
যার পলকে পলকে ঝড়ে পড়ে
হাজার শব্দের ফুলঝরি ।

তোমার চুলের ঘ্রাণে মিশে থাকে বুনো ফুলের সুবাস,
যেন পাহাড়ি ঝর্ণার নরম ছোঁয়া।
তোমার ছোঁয়া, যেন এক পসলা শীতল বাতাস,
যার চুম্বনে জাগিয়া ওঠে হৃদয় আমার ।

ও হাসির ঝঙ্কারে ডুবে যায় সন্ধ্যার মেঘ,
নীরবতায় গর্জে ওঠে ভালোবাসার সুর।
শুভ্র হাতের উষ্ণতায় বাঁধতে চাই
আমার স্বপ্নের আকাশ।

তুমি, শুধু তুমি,
এক অনন্ত কবিতার নাম,
যার প্রতিটি পঙ্‌ক্তি আমি লিখি
জীবনের প্রতিটি নিঃশ্বাসে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আহা
তোমার হাসির ঝংকারে ডুবে যায় সন্ধ্যার মেঘ

খুব সুন্দর

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ ।কিন্তু মনে হয় না পাঠকের মনে ধরছে ইহা !

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

জুল ভার্ন বলেছেন: চমৎকার।আজ কি কবিতার দিন- পরপর তিনটি রোমান্টিক কবিতা পেলাম।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪১

রানার ব্লগ বলেছেন: বেশি রোমান্টিক হয়ে গেছে হয়ত । পাঠক পাচ্ছে না ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.