নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমাদের একটা পাহাড় ছিলো

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩১




আমার একটা পাহাড় আছে,
ঠিক আমার না, ওটা আমাদের।
তবু আমি ওর কাছে যাই,
তোমাকে রেখে, একা।

ওর পায়ের কাছে নদী,
সে জানে আমার সব কথা।
পাহাড় জানে আমার ভয়,
আমার ভাঙা স্বপ্নগুলোর ব্যাথা।

আমি উঠি ওর চূড়োয়,
হাঁপাতে হাঁপাতে, শূন্য দমে।
দাঁড়িয়ে দূর আকাশ দেখি,
যেখানে মিশে যায় দিগন্ত রেখা।

পাহাড় টা আমায় শোনে,
চুপচাপ শোনে,
সব দুঃখ, সব কথা, সব ব্যথা।
নীরব শ্রতার মতো ,
জমিয়ে রাখে বুকের গভীরে।

আমাদের একটা পাহাড় ছিলো।
আমাদের সেই পাহাড় হারালো,
অবহেলার লতা জড়িয়ে নিলে।
আমাদের একটা পাহাড় ছিলো।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৮

মিরোরডডল বলেছেন:





দাঁড়িয়ে দূর আকাশ দেখি,
যেখানে মিশে যায় দিগন্ত রেখা।


আমারও একটা পাহাড় আছে
পাহাড় নিচে সমুদ্র নীল

সেই পাহাড়ের চূড়ায় আমি বৃষ্টিতে ভিজি
কখনও সূর্যাস্ত দেখি
পূর্ণিমা রাতে জোৎস্নার প্লাবনে স্নাত হই
অমাবস্যার রাতে নক্ষত্রখচিত আকাশ দেখে রাত কাটাই

মানুষ যা পারেনা, পাহাড় তা পারে
আমার সকল কষ্ট তার বুকে ধারণ করে

আমারও একটা পাহাড় আছে
পাহাড় নিচে সমুদ্র নীল

২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫০

রানার ব্লগ বলেছেন: আরে বাহ। চমৎকার কবিতা!!

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৪

মিরোরডডল বলেছেন:





এটা কিন্তু কবিতা না, এটা আমার মনের কথা।
সত্যি আমার একটা পাহাড় আছে এবং আমি সেই পাহাড় চূড়ায় তাই করে থাকি যা লিখেছি :)


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.