নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমি ঠিক এখানেই আছি

২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯



আমি ঠিক এখানেই আছি,
যেখানে এক মুঠো ধুল ঝেড়ে ফেলেছিলে,
তোমার ছোঁয়ার শেষ স্মৃতি মিশে আছে হাওয়ায়,
আর বুকের গভীরে জমে আছে শূন্যতার শব্দ।

তোমার পায়ের চিহ্ন মুছে গিয়েছে বহু আগেই,
তবু মাটির মাঝে রয়ে গেছে,
তোমার উপস্থিতির, তোমার বিদায়ের পদ শব্দ।
আমি সেই শব্দের পথ ধরে ফিরে যাই
প্রতিবার, প্রতিটি নীরব সন্ধ্যায়।

তোমার হাতে ঝরা শেষ ধুলো এখন
আমার সমস্ত পৃথিবী,
যেখানে অসীম শূন্যতার মাঝে খুঁজে পাই
তোমার ফেলে যাওয়া অতৃপ্ত স্পর্শ।

আমি ঠিক এখানেই আছি,
যেখানে স্মৃতি আর অপেক্ষার আড়ালে
তুমি এখনও লুকিয়ে আছ
অনন্ত কাল ধরে, জমে যাওয়া সময়ের ফাঁদে ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.