নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত তুমি

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৬




অনন্তকাল ধরে অপেক্ষমাণ প্রেমিকের
মৃতদেহ দেখার অভিশাপে অভিশপ্ত তুমি।
ভাষহীন চোখের তৃষিত প্রতিক্ষার প্রতিচ্ছবি,
যা নিভে গিয়েছিল ধীরে ধীরে।

সমুদ্রের গর্জনে ডুবে গিয়েছিল সে প্রতিশ্রুতি,
জোনাকির আলোয় লেখা অমলিন দিব্যি,
হৃদয়ের গভীরে রয়ে গেছে রুদ্ধস্বরে
ক্ষনিক দেখার একান্ত কামনায়।

তুমি শুনতে পাবে বাতাসের কান্না?
বৃষ্টির ফোঁটায় মিশে থাকা দীর্ঘশ্বাস?
তোমার অপেক্ষায় অপেক্ষমাণ যে
আজ সে সময়ের অতল গহ্বরে,
যেখানে কেবল ছায়ারাই ফিসফিসিয়ে ডাকে
মৃত্যুর দুতে দায় হানা।

অভিশপ্ত তুমি, তবু অপেক্ষা করো,
অনন্তকাল ধরে , অনন্ত সময়ের বেদনা নিয়ে ।
একদিন হয়তো ফিরব
ভগ্ন শপথের ধুলো মেখে,
নিঃশব্দে- মৃত্যুর দুত হয়ে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১

শায়মা বলেছেন: এই তুমি কে?

তোমার বই এর কি খবর!!!!

বেরিয়েছে? বর হল কোন স্টল?


জানালে না তো..........

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৫

রানার ব্লগ বলেছেন: আমার ওই গল্পের বই টা বের হলে তোমারটাও বের হতো৷

যেহেতু তোমার টা হয় নাই তাই ওটাও হয় নাই।

কবিতার একটা বই হইছে

জলছবি প্রপকাশন থেকে৷ স্টল নং ৮০৬

বইয়ের নামঃ মাঝে মাঝে বৃষ্টি ভালো।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: কে বলছে আমারটা হয় নাই!!!!!!!!!!!!!!!!!!!

আমারটা তো আমার হাতে ...... :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪

রানার ব্লগ বলেছেন: দেখছো কান্ড !! তাইলে আমার টা আগামী মেলায় যদি বেঁচে থাকি !

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১

রানার ব্লগ বলেছেন: এক কপি পাবো বলে আশারাখি ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: তুমি না লিখে বসে আছো কে জানে!!!!!!!!! X((

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৬

রানার ব্লগ বলেছেন: লিখেছি কিন্তু লাস্ট দুই পর্বে কোন ভাবেই বিচ্ছেদ ঘটাতে মন চাইছে না ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

শায়মা বলেছেন: আহালে

তাইলে মিলাায় দাও।

বিয়েশাদী করে সুখে থাকুক তারা! :)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩১

রানার ব্লগ বলেছেন: :D না তা হয়তো দেব না । একটু অন্যরকম করেই শেষ করবো ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৫

রানার ব্লগ বলেছেন:



৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অভিনন্দন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

পারস্যের রাজপুত্র বলেছেন: গল্প: জুলাই বিপ্লব, অলটারনেটিভ রিয়েলিটি

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১২

রানার ব্লগ বলেছেন: অনেক বড় সাইজ। পড়তে সময় লাগবে।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৭

শায়মা বলেছেন: তোমার পরের ফেসবুকটার নাম যেন কি ছিলো?
খুঁজে পাচ্ছি না......

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৭

রানার ব্লগ বলেছেন: মেসেজ করেছি ।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৫

জনারণ্যে একজন বলেছেন: কবিতা ভালো লেগেছে, রানা। সেইসাথে একটু ভয়ও যে পাইনি, তা বলা যাবে না।

যদি এত ভালোবাসাই থাকে কারো প্রতি, তবে পাশাপাশি এত আক্রোশই বা কেন! অনন্তকাল ধরে কেউ যদি কারো জন্য অপেক্ষা করতে পারে, তবে তো মৃত্যুর পরেও অপেক্ষমান থাকার কথা। মৃত্যুর দূত হয়ে ফেরার মতো মনস্কামনা তো থাকার কথা নয়।

কিংবা হয়তো বুঝতেই পারিনি। রূপকার্থে বলা অনেক কথাই এখন আর বুঝতে পারিনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫

রানার ব্লগ বলেছেন: তিব্র বেদনা থেকেই সৃষ্টি এই ক্রোধ । ক্রোধ তো ভালোবাসার আর এক রুপ ।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ । আপনার কবিতা কেন্দ্রিক মন্তব্যের ধরন পরিবর্তন করা উচিৎ ।

আমি ব্যক্তিগতভাবে কবিতার মান মন্তব্যের ধরন দেখে বুঝে নেই । আমি সমালোচনা চাই ।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: সমালোচনা করার মতো জ্ঞান আমার নেই। আমি চাঁদগাজী নই।

যে কবিতা পড়ে আরাম পাই সেটাই আমার কাছে ভালো কবিতা।
আপনার কবিতা আমার ভালো লাগে, এইটুকু বলতে পারি বিনা দ্বিধায়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ । তাহলে অনুরোধ থাকবে মেলায় গিয়ে ৮০৬ নং স্টল থেকে এক কপি সংগ্রহ করবেন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.