![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বসন্ত আসে নাই
আমার দুয়ারে বসন্ত আসে নাই
বাতাসে আগুনের হল্কা,
বারুদের দুর্গন্ধ,
আকাশে শকুনির ছায়া।
অলিতে গলিতে হায়নার চিৎকার,
বসন্ত লুকিয়ে গেছে।
ককিলের কন্ঠ রুদ্ধ আজ
পেয়ারর ডালে ওঠে না দোল,
পলাশের গায়ে লাগে না রঙ,
বাতাসে নেই মৃদু গুঞ্জন,
শিকলের ঝন ঝন বাজে,
বসন্ত জেলে আছে।
প্রিয়ার চোখে লাগেনি কাজল
চুলে গোজেনি ফুল
কানে দোলেনি ঝুমকোলতা
রক্ত পলাশ ঠাই নিয়েছে
শৃঙ্খলিত নয়নে নয়নে।
বসন্ত লাশ কাটা ঘরে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৮
রানার ব্লগ বলেছেন: এখন যে অবস্থা চলছে এতে রাজনীতি করতে হয় না। এমনিতেই ভেতর থেকে চিৎকার উঠে আসে।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৩
কামাল১৮ বলেছেন: আমার মনে হয় এটা আজকের দিনের কবিতা।সমসাময়িক ঘটনা ফুটে উঠেছে কবিতায়।কোখাও আজ শান্তি নাই।এমন কি সমন্বয়করাও শান্তিতে।প্রতি মুহুর্তে আছে ক্ষমতা হারাবার ভয়ে।এটা তারা প্রকাশ্যেই বলে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
রানার ব্লগ বলেছেন: সময়টা অস্থির।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। বইমেলায় গেলে ৮০৬ নং স্টলে গিয়ে আশাকরি মাঝে মাঝে বৃষ্টি ভালো বইটা নেড়েচেড়ে আসবেন৷
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩
এ পথের পথিক বলেছেন: এ বসন্তের আগেই পাগলিটা ভাড়তে পালিয়ে গেছে ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১
রানার ব্লগ বলেছেন: যে গেছে, সে তো গেছেই। যারা আছেন তাদের কি হবে!?
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৫
সামরিন হক বলেছেন: হুম।কবি রাজনীতি করেন ।
আমার কাছে জুলাইয়ের আগের গল্প এটা। ভালো হয়েছে।
শুভেচ্ছা কবি।