নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার মিনার ভাংলো যারা

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৩২



ওরা শহীদ মিনার ভাংগে নাই
আমার বুক ভেংগেছে।
আমার অস্তি মজ্জা গুড়িয়ে দিয়েছে
আমাকে খন্ড বিখন্ড করেছে।

ওরে ও হার্মাদের দল
আমার ভাষা আজো দৃঢ় প্রত্যয়ে জাগ্রত
আজো হুংকার তোলে আসমানে জমিনে
জাগো বাহে কুনঠে সবাই চিৎকারে
পাপিষ্ঠের আন্তরে হানে বজ্রাঘাত।

ওরে তঞ্চক ওরে প্রবঞ্চক
যে হাতে তোর হাতুড়ি চলে
সে হাত পুড়বে প্রতিশোধের শিখায়।
সালামের মুষ্ঠাঘাতে চৌচির হবে
শয়তানের চৌহদ্দি।

আমি জেগে রবো,
দিপ্তমান জ্বলন্ত সুর্যের মতো
অনন্তকাল কাটিয়ে দেয়া
বর্ষার এক ফোটা অমিয়ধারার লাগি
চাতক পাখির ন্যায়।

আমার ভায়ের মিনার যারা গুড়িয়ে দিলো
তাদের হত্যার দায়ে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৭

অপু তানভীর বলেছেন:

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫

রানার ব্লগ বলেছেন: এই ধরনের স্থাপনা, যার সাথে একটা দেশের ইতিহাস জড়িত তা পুনঃনির্মানের জন্য ভাংতে হলে যথাযত কর্তৃপক্ষের উপস্থিতিতে নিয়ম মেনে ভাংগা উচিৎ। এই সব শিশুদের যারা এই অন্যায় কাজে জড়িত করেছে তাদের উদ্দেশ্য সঠিক নয়। এর বিচার হওয়া জরুরী।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আপু তানভীর@শিক্ষার্থীরা কি রাজমিস্ত্রী? তারা কেন ভাঙবে?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

রানার ব্লগ বলেছেন: সেইটাই।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৭

সৈয়দ কুতুব বলেছেন: এসব কাজ অত্যন্ত সুচতুর ভাবে করানো হচ্ছে। কয়েকটি পক্ষ খেলছে। সব সময় যাদের দোষ দেই আমরা তারা এই কাজ করেছে বলে মনে হচ্ছে না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭

রানার ব্লগ বলেছেন: আমারো এমনটাই মনে হয়। শিকারি শিকার করতে নেমে প্রতিপক্ষ কে শিকারের টোপ বানাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিৎ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: আমি কিছুই বুঝলাম না।
স্কুলের ছেলেরা কেন শহীদ মিনার ভেঙ্গে ফেলবে? ওদের কেউ থামালো না কেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৭

রানার ব্লগ বলেছেন: এখানে সবাই যার যার নিজ তালে ব্যস্ত !

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪১

কামাল১৮ বলেছেন: এরা শিশু নিষ্পাপ।ক্ষমা করে দিয়েন।এরা তালেবান না।তালেবান অর্থ মাদ্রাসার ছাত্র।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৩

নিমো বলেছেন: @অপু তানভীর, নূতন শহীদ মিনারটা বোদহয় ঠিক আগের রাতে আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈ্ত্য বানিয়েছে। নয়তো যদি আরও আগে বানিয়ে থাকে, তবে তখনই পুরানোটা ভাঙ্গলো না কেন? কেন ঠিক ২০২৫ সালের একুশে ফেব্রুয়ারিতেই ভাঙ্গতে হলো। আপনি, নতুন, শ্রাবণধারা সহ অনেকের আওয়ামীলীগ ও শাসন নিয়ে সমস্যা থাকার যথেস্ঠ যৌক্তিক কারণ আছে। তাই বলে এই সরকারের সময়ের নির্লজ্জ ভাঙ্গাভাঙ্গির দৃষ্টিকটু সাফাই পোস্ট ও মন্তব্যের ভিতর দিয়ে দেয়াটা অত্যন্ত কুৎসিত। এখন আবার দয়া করে ভাঙ্গার বিপরীতে হাগার হাগার শহীদ ও আহতের যুক্তি টেনে এনেন না। ওটা অন্য বিতর্কের বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.