![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তোমাকে ঠিক সেভাবেই চাই,
যেভাবে মানুষ শবে কদরে খোদাকে চায়।
রাতের আধার যেভাবে ভোরের প্রতিক্ষায়
জ্বলন্ত সুর্য কে আহবান করে।
ঠিক তেমনি আকন্ঠ পিপাসায় তোমায় আহবনা করি।
আমি তোমাকে চাই হৃদয়ের গভীরে,
যেভাবে বৃষ্টির ফোঁটা চুম্বন করে তপ্ত মাটিকে,
যেভাবে সন্ধ্যা তারা জড়িয়ে ধরে রাতের আকাশ,
তেমনি তোমার অস্তিত্বে লীন হয়ে যেতে চাই।
আমি তোমাকে চাই নির্জন রাতের মাতাল হাওয়ায়,
যেভাবে ভোরের সূর্য ছুঁয়ে যায় ঘুমন্ত নদীকে,
যেভাবে সাগর বুকে চাঁদের আলো দোল খায় ,
তেমনি তোমার ভালবাসায় নিমগ্ন হতে চাই।
আমি তোমাকে চাই প্রতিটি নিঃশ্বাসে,
যেভাবে কবি খোঁজে শব্দের মাঝে আকুলতা,
যেমন করে বাঁশির সুর হারায় গোধূলির রাংগা আলোয়,
তেমনি তোমার স্পর্শে মিলিয়ে যেতে চাই তোমাতে।
আমি তোমাকে চাই, আজ, কাল, চিরকাল,
যেন আমাদের শেষ অধ্যায়ে শুধু আমাদের গল্প লেখা থাকে।
** শুরুর দুই লাইন ফেইসবুক থেকে নেয়া। লাইন দুটি দেখার পর বাকি লাইন গুলো আপনা আপনি চলে এলো তাই ওই দুই লাইনের দাবী আমি ছেড়ে দিলাম।
২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !
২| ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:২৬
চেংগিস খান বলেছেন:
প্রথম ২ লাইনে যদি আপনার আস্হা থাকে, ইহা হৃদয়ের আকুতির কবিতা নয়; ১ম ২ লাইন আসলে একটা প্রচলিত কথা, যা কোন সঠিক ভাবনার অংশ নয়।
২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০৭
রানার ব্লগ বলেছেন: লেখক ভাষার আবেগের সাথে পরিভ্রমন করেন । ভাবনা ভিন্ন বিষয় । প্রথম দুই লাইন যেহেতু আমার নয় তাই আমি তার সহজ স্বিকারুক্তি দিলাম এর বেশি কিছুই না । বাকি অংশ শুধুই আবেগ । এখানে ভাবনার স্থান খুব কম ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।