![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
হয়তো একদিন বসন্তের শেষে
ঝরা শিমুলের নরম লাল পাপড়ি
পায়ের তলায় জমে থাকবে নিঃশব্দে,
আমরা হাঁটব ধীরে, নিরব-নিঃশব্দে।
সেদিন হয়তো বৃষ্টিটা নামবে হঠাৎ,
তুমি ছাতা আনবে না অভিমান করে।
আমি হাত বাড়িয়ে দেব,
জল ছুঁয়ে দেবে আঙুলের ফাঁকে।
আমাদের গল্পে নিয়ম থাকবে না,
না থাকুক ঠিকানা, বা প্রতিশ্রুতির তালিকা।
কেবল কয়েকটা ভোর, কয়েকটা বিকেল,
যেখানে তুমি আমি হঠাৎ এক হয়ে যাই।
হয়তো কখনো ঝগড়ার শেষে
কথার আগুন নিভে যাবে হঠাৎ করে।
তারপর চুপচাপ বসে থাকব পাশাপাশি,
চোখে চোখ রেখে, হাজার বছরের পরিচয়ে।
গল্পটা যদি শেষ না হয় কোনো পরিণামে
বরং থেকে যায় অসম্পূর্ণ সুরের মতো,
তবুও কি তার দাম কমে যাবে?
না কি তাতেই থাকবে সবটুকু মায়া?
হয়তো আমাদের গল্পের কোনো শেষ নেই
শুধু পথ আছে, আর চলার সঙ্গ।
জীবনের ভাঁজে ভাঁজে লিখে যাওয়া
অলিখিত, অথচ চেনা এক স্বপ্নিল রং।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।