![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
হয়তো একদিন বসন্তের শেষে
ঝরা শিমুলের নরম লাল পাপড়ি
পায়ের তলায় জমে থাকবে নিঃশব্দে,
আমরা হাঁটব ধীরে, নিরব-নিঃশব্দে।
সেদিন হয়তো বৃষ্টিটা নামবে হঠাৎ,
তুমি ছাতা আনবে না অভিমান করে।
আমি হাত বাড়িয়ে দেব,
জল ছুঁয়ে দেবে আঙুলের ফাঁকে।
আমাদের গল্পে নিয়ম থাকবে না,
না থাকুক ঠিকানা, বা প্রতিশ্রুতির তালিকা।
কেবল কয়েকটা ভোর, কয়েকটা বিকেল,
যেখানে তুমি আমি হঠাৎ এক হয়ে যাই।
হয়তো কখনো ঝগড়ার শেষে
কথার আগুন নিভে যাবে হঠাৎ করে।
তারপর চুপচাপ বসে থাকব পাশাপাশি,
চোখে চোখ রেখে, হাজার বছরের পরিচয়ে।
গল্পটা যদি শেষ না হয় কোনো পরিণামে
বরং থেকে যায় অসম্পূর্ণ সুরের মতো,
তবুও কি তার দাম কমে যাবে?
না কি তাতেই থাকবে সবটুকু মায়া?
হয়তো আমাদের গল্পের কোনো শেষ নেই
শুধু পথ আছে, আর চলার সঙ্গ।
জীবনের ভাঁজে ভাঁজে লিখে যাওয়া অথবা
অলিখিত, অথচ চেনা এক স্বপ্নিল রং।
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৫
জিনাত নাজিয়া বলেছেন: অনেক সুন্দর লিখেছেন,মন ভরে গেল।
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৬
রানার ব্লগ বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরনা
৩| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৬
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি, সুন্দর কবিতা। +
কথার আগুন নিভে গেলে, নীরবতাও ছাইচাপা আগুনের ন্যায় ওম ছড়াতে পারে, যদি মনে প্রেম থাকে। নৈঃশব্দের কথকতা
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৭
রানার ব্লগ বলেছেন: খুব সুন্দরভাবে বলেছেন । ধন্যবাদ ।
৫| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৪
জনারণ্যে একজন বলেছেন: খুব সুন্দর কবিতা @ রানা, বেশ ভালো লেগেছে পড়তে। ছবিটাও খুব সুন্দর। আগুনরঙা কৃষ্ণচূড়া।
খাইরুল আহসান সাহেবের মন্তব্যটাও বেশ ভালো লেগেছে।
০১ লা আগস্ট, ২০২৫ রাত ৯:০৬
রানার ব্লগ বলেছেন: একদম মাখোমাখো করে মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬| ০২ রা আগস্ট, ২০২৫ রাত ২:৩৬
জনারণ্যে একজন বলেছেন: @রানা, কোনো কিছু ভালো লাগলে তা যদি সরাসরি বলা হয় এবং সেই ভালোলাগাকে যদি "মাখো মাখো" রূপে সংজ্ঞায়িত করা হয় - তবে দেখি "মাখো মাখো" শব্দটার অর্থ পরিবর্তন করতে হবে।
অত্যধিক চর্বিযুক্ত খাবার নিয়মিত খেলে যা হয় আর কি, শরীরের পাশাপাশি মস্তিষ্কেও মেদের বাহুল্য দেখা দেয়।
অথবা এমনও হতে পারে, দেশে এখন আয়োডিনযুক্ত লবণের অভাব প্রবল।
০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৬
রানার ব্লগ বলেছেন: মাখোমাখো বলতে আমরা এটাও বুঝি। একটূ ডালা , সাথে আলু ভর্তা মাখোমাখো করে মেখে মুখে দিলে যে তৃপ্তি পাওয়া যায় আপনার মন্তব্য তেমনি ছিলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।