নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মানুষ

৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:০২









মানুষ হেঁটে চলে,
হাসিমুখে, কোলাহলে ভরা শহরের ভিড়ে
কেউ বোঝে না,
তার চোখের কোণে অন্ধকার জমে ।

মানুষ গল্প করে,
আলোর মতো উজ্জ্বলতায়,
কিন্তু বুকের গভীরে
কোনো ক্ষত নীরবে রক্ত ঝরে
সেই রক্তের রঙ
কেউ দেখে না, কেউ জানে না।

কখনো রাতের শেষে
সে একা দাঁড়ায় জানালার ধারে,
দূরের তারা গোনে,
অথচ প্রতিটি তারা যেন
দূর অচেনায় শূন্যতার সাক্ষী।

মানুষ বাঁচে,
কিন্তু প্রতিদিন একটু একটু করে
নিজেকেই মুছে দেয়
কারো না বোঝা নিঃশ্বাসের ভেতরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.