![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বরষা আমায় একা করে চলে গেলো,
শূন্য মাঠে শুধুই কাদামাটির গন্ধ,
বাতাসে ভাসে ভেজা ঘাসের নিঃশ্বাস,
আর আমি দাঁড়িয়ে থাকি,
চোখে জমে থাকা সন্ধ্যা নিয়ে।
দূর নদীর স্রোতে ভেসে যায় কালো মেঘ,
বকের ডানায় লেগে থাকে নিঃসঙ্গতার ছায়া,
গাছের পাতায় বৃষ্টির শেষ ফোঁটা ঝরে পড়ে।
কোথাও কেউ নেই, শুধু ভাঙা রেললাইন ধরে
ভেসে যায় শীতল বাতাস,
যেন সে ও আমার মতো কাউকে খুঁজে ফেরে
আর খুঁজে না পেয়ে হারিয়ে যায়।
বরষা শেষে আমি নিঃসঙ্গতার ভেতর
শুনতে পাই নিস্তব্ধতার এক হাহাকার,
বরষা আমায় একা করে পালিয়ে গেলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩২
রানার ব্লগ বলেছেন: বরষা আবেগ
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২২
সৈয়দ কুতুব বলেছেন: বরষা কি সিজন না সুজন ?