নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নীরব অভিমান

১৩ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৪৫

আমি চাই,
আমি আর তুমি মিলে এক বিকেলের আলো হই,
যেখানে রোদের গায়ে লেগে থাকে মেঘের নরম ছোঁয়া,
যেখানে ভালোবাসা মানে শুধু মিষ্টি নয়, খানিকটা তিতকুটে।
একটু অভিমান, একটু নীরবতা,
যেমন চায়ের কাপে শেষ চুমুকেও লেগে থাকে মন খারাপের আলো।

তুমি খোঁজ নেবে,
হয়তো কোন এক মেঘে ঢাকা দুপুরে,
যখন জানালায় প্রথম ফোঁটা এসে বলে, সে আসছে।
আর আমি তখনো অপেক্ষায় কাতর চাতক পাখি,
তুমি কি জানো, তোমার অপেক্ষাও একধরনের প্রার্থনা?

অনলাইন, অফলাইন সবই শুধু শব্দের খেলা,
কারণ ভালোবাসা তো ব্যান্ডউইথে মেপে হয় না,
তা স্ক্রিনের ওপাশে থাকে না,
থাকে বুকের ভিতর, নিঃশব্দ কম্পনে।

আমি চাই
তোমার প্রায়োরিটি লিস্টে একটা নাম থাকুক,
যে মানুষটা রাগ করে, আবার তোমার বুকে আড়াল খোজে।

ভালোবাসার একটা ধর্ম আছে
তা মেঘের মতো দুকুল ছাপিয়ে আসে,
ছায়ার মতো ভর করে,অত:পর বাতাসে বিলিয়ে দেয়
তার সুবাস, আমার অনুচ্চারিত ভালোবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.