| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
তোমার গায়ের গোপন ঘ্রাণ
রাতের আঁধারে আহবান জানায়
অচেনা কোনো খাদের কিনারে
যেখানে দিকচিহ্ন হারিয়ে যায়,
বোধ ছুটে চলে কেবল অনুভবে।
ঠোঁটের কিনারে জমে থাকা নীরব আগুন
অল্প স্পর্শেই ভাষা হারায়,
শীতল শিশিরে যেমন
ভোরের আলোয় কেঁপে ওঠে
আমিও তেমনি অস্থির হই।
তোমার শরীরের ঢেউখেলানো রেখা
মাটির মতো উর্বর,
নীরব অথচ দৃঢ়
চোখের ভাষায় উচ্চারিত আহ্বান
আমাকে টেনে নেয় গভীর স্বাদের দিকে।
এই মিলনে কোনো তাড়াহুড়ো নয়,
ধীরে, কেবলি ধীরে গভীরে
নেমে যাওয়া, অতলের আশায়।
এ যেন এক শীতল আগুন,
যেখানে আমরা দু’জনেই
নিজ নিজ সীমানা ভুলে
শুধু কামুক হয়ে বাচিঁ।
২|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০১
অপলক বলেছেন: বিবাহ বহির্ভূত সম্পর্কের গন্ধ পেলাম। তারপরেও অনুভূতিগুলোকে সুন্দর করে ফুটে তুলেছেন। ভাল লাগলো।
৩|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: ভালো লেগেছে পড়ে।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: কামুকের কয়েকটা প্রতি শব্দ বলেন?
সব মিলিয়ে সুন্দর কবিতা।