নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

তুমি নেই, তাই শূন্য লাগে

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৬

তোমার চলে যাওয়ার পর
ঘরে আর আলো জ্বালাই না,
অন্ধকারে নিজের মতো করে
সবকিছু চিনে নেই।

জানো, আজ সকালে চা বানাতে গিয়ে দেখলাম
চিনি শেষ,
ভাবলাম ঠিক আছে,
মিষ্টি না থাকলেও চা হয়।

রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ
তোমার মতো একটা হাসি দেখলাম,
ভুল করে তাকিয়ে পড়লাম,
পরে বুঝলাম, ওটা চোখের ভুল ছিলো।

তুমি বলেছিলে,
সব কিছু ঠিক হয়ে যাবে
আমি বিশ্বাস করেছিলাম
কেউ একজন এসে সব ঠিক করে দেবে।

এখন দুপুরে ভাত খাই,
রাতে ঘুমাই,
শরীর উষ্ণ হলে
শূন্য বিছানা হাতড়াই।
মাঝে মাঝে বৃষ্টি হলে
জানলার কাছে দাঁড়াই,
কিছু না ভেবেই।


প্রেম, ভালোবাসা,
এখন আর উত্তাপ দেয় না,
যেমন একটা পুরনো ছেড়া কম্বল,
শীত কমায়,কিন্তু উষ্ণ হয় না।

তুমি নেই,
এটা বলার মতো
কোনো সিনেমাটিক বাক্য আমার জানা নেই।
শুধু জানি,
কারো না থাকাটাই
যেন সকল শূন্যতা পুর্ন করে থাকে।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
ভাষা সহজ ও সুন্দর।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৬

খায়রুল আহসান বলেছেন: "কারো না থাকাটাই যেন সকল শূন্যতা পূর্ণ করে থাকে" - সুন্দর!

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: সেইটাই, কেউ একজন নাই কিন্তু সে আমার সত্বা জুড়ে আছে।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪০

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.