![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখতে খুব পছন্দ করি।আমার স্বপ্নগুলো খুব বড়।জানি না,সেসব স্বপ্ন পূরণ করতে পারব কিনা।
এখন ত সবাই মুভি ডাউনলোড করে দেখে। আমিও টুকটাক দেখি। তবে অন্যরা যেভাবে বিভিন্ন ইংলিশ সিরিয়াল গিলে, ওটা আমি পারি না। কিছু কারণ আছে। একটা হচ্ছে, সহজে ব্লুরে পাই না।
দু'দিনের যোগী, ভাতকে বলে অন্ন!
আসলে সেটা না। ব্যাপারটা হচ্ছে মুভি ব্লুরে তে দেখতে দেখতে এখন আর ডিভিডি হজম হয় না। তাই দেখি না।
এইভাবেই দিন কাটছিল।
গতকালকে ফেবুতে ঘটনাচক্রে এক গ্রুপের সন্ধান পেলাম। নাম amazon.co.bd – একটু ঘেঁটেঘুটে দেখলাম, ভালই লাগল। যদিও দাম কিছুটা বেশি নিচ্ছে, কিন্তু এখন আমি amazon/ebay থেকে সরাসরি জিনিস কিনতে পারব – এই আনন্দে ঐ অতিরিক্ত টাকাটা দিতে আমার তেমন আপত্তি নেই! তাছাড়া ট্যাক্সের ব্যাপার-স্যাপার এড়ানো যাবে ... এটাও একটা বড় স্বস্তির কথা।
এখন একটা সমস্যায় পড়েছি।
আজকে সামুতে এই গ্রুপটার ব্যাপারে একটু খোঁজ নিচ্ছিলাম। দুইটা লেখার লিঙ্ক পাই –
একটা – এটা
আরেকটা – এটা
প্রথম লেখাতে একটা খটকার মত জিনিস চোখে পড়ল। ঐ পোস্টের লেখকের কোন পরিচিত মানুষ নাকি এর মাধ্যমে জিনিস আনিয়েছিলেন। হাতে জিনিস পৌঁছালেও ওটার নাকি অবস্থা খারাপ ছিল।
যদিও দ্বিতীয় লেখাটির ব্লগার গ্রুপটির প্রশংসা করেছেন বেশ।।
এখন এই ব্যাপারটি কেউ নিশ্চিত করে বলতে পারেন – ঐ ফেসবুক গ্রুপটির মাধ্যমে জিনিস আনালে তার পরিণতি কেমন হতে পারে? সোজা কথায় আমি ফিডব্যাক চাচ্ছি।
অগ্রিম ধন্যবাদ সবাইকে।
১২ ই জুন, ২০১৩ রাত ১১:০৪
সুস্ময়০০৭ বলেছেন: ধন্যবাদ সেতু আমিন! লেখাটা অনেক কাজে আসবে।
আসলে এখানে কথায় কথায় আসল জিনিসটাই বলা হয়নি। আমি ভাবছি এক সেট বই আনাব তাদের মাধ্যমে। কিন্তু ধরেন, জিনিসটা ত পাব। কিন্তু যদি ওটা চিড়ে চ্যাপ্টা টাইপ হয়ে যায় ... তাহলে কেমন লাগবে বলুন ত!!
আমি তাই এরকম একটু ফিডব্যাক চাচ্ছিলাম।
যাই হোক, ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮
সেতু আমিন বলেছেন: Click This Link
এখান থেকে রিভিউ পড়ে নিতে পারেন।