![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) না খেলে উপায় ছিল না সাকিবের। স্ত্রী শিশিরের জন্য নাকি তাকে লিগটিতে খেলই হতো। কিন্তু কেন? আইপিএল খেলতে যেয়ে এক সাক্ষাৎকারে এই রহস্য খোলাসা করেছেন সাকিব নিজেই। বলেছেন, ‘এই টুর্নামেন্টটি আমার খুব প্রিয়। এমনিতে আমার না খেলে উপায় ছিল না। আমার স্ত্রীর কাছে ওয়েস্ট ইন্ডিজ খুব পছন্দের জায়গা। সুন্দর সুন্দর দ্বীপ দেখার সুযোগ কে আর হাতছাড়া করতে চায়।’ ওয়েস্ট ইন্ডিজে অন্য দেশের খেলোয়াড়রা গেলে গেইলের বাড়িতে ঢুঁ মারা ছাড়া ফেরেন না। সাকিবের অবশ্য আমোদপ্রিয় এই ক্রিকেটারের বাড়ি এখনো যাওয়া হয়নি। এবার নাকি শিশিরকে নিয়ে যাবেন। ‘প্রায় সব জায়গায়ই আমি ঘুরেছি। এবার আমরা (আমার স্ত্রী এবং আমি)ক্রিসের বাড়ি পার্টিতে যাবো। কিন্তু সব ফোকাস থাকবে মাঠ আর আমার খেলার দিকে।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৫
suvokhan বলেছেন: লেখাটি আমার না ।এরকম আরো লেখা পরতে এখানে ক্লিক করুন ।