নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

suvokhan

suvokhan › বিস্তারিত পোস্টঃ

ফোনে দ্রুত চার্জ দেবেন যেভাবে

২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

আপনার মোবাইলে চার্জ কমে এসেছে। এদিকে বেশিক্ষণ মোবাইলটিকে চার্জারে বসিয়ে রাখাও হয়তো সম্ভব নয়। তখন আপনার মনে প্রশ্ন জেগেছে, কোনও উপায়ে খুব তাড়াতাড়ি মোবাইলে চার্জ দেওয়া কি সম্ভব?

অনেকেই বলেন, মোবাইলটিকে এয়ারপ্লেন মোডে বা ফ্লাইট মোডে রেখে চার্জ দিলে নাকি দ্রুত চার্জ হয়ে যায়। কারণ আপনার মোবাইল যখন এয়ারপ্লেন মোডে থাকে তখন আপনার ফোন যাবতীয় রেডিও ফ্রিকোয়েন্সির আওতার বাইরে থাকে। কিন্তু এই ধারণা কতটুকু সত্যি? বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইট মোডে থাকলে ফোন থেকে রেডিও ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন হয়ে যায় ঠিকই কিন্তু তাতে ফোনের চার্জিংয়ে কোনও প্রভাব প্রায় পড়ে না বললেই চলে। দেখা গেছে, স্বাভাবিক অবস্থায় একটি মোবাইল চার্জ দিতে যতটা সময় লাগে, ফ্লাইট মোডে ফোনটিকে রেখে চার্জ দিলে তার চেয়ে মাত্র চার মিনিট সময় কম লাগে। কাজেই দ্রুত চার্জিংয়ে এই উপায়টির কোনও কার্যকারিতা নেই।

তাহলে কীভাবে দ্রুত চার্জ দেবেন ফোনে? রইল কয়েকটি টিপসঃ

বাজারে ফাস্ট চার্জার বলে এক ধরনের চার্জার পাওয়া যায়। এগুলির পাওয়ার আউটপুট বেশি হওয়ার কারণে এগুলির মাধ্যমে ফোনে তাড়াতাড়ি চার্জ হয়। চার্জিংয়ে সময়ে এই ধরনের একটি চার্জার ব্যবহার করুন।

ফোনটিকে ব্যাটারি সেভিং মোডে রেখে চার্জ দিন।

অপ্রয়োজনীয় ফিচারগুলি (যেমন ওয়াই ফাই বা ব্লু টুথ) চার্জিংয়ের সময়ে অফ রাখুন।

চেষ্টা করুন চার্জিংয়ে সময়ে ফোনটি ব্যবহার না করতে। মনে রাখবেন, ফোনের স্ক্রিনটি যত বেশিক্ষণ অন থাকবে ফোনের ব্যাটারি খরচ তত বাড়বে। তাই কিছুক্ষণ বাদে বাদেই কারণে অকারণে ফোনের স্ক্রিনটি অন করলে চার্জিংয়ের সময়ও বৃদ্ধি পাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১১

suvokhan বলেছেন: লেখাটি আমার না ।এরকম আরো লেখা পরতে এখানে ক্লিক করুন

২| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:২০

বলেছেন: ভাল বুদ্দি দিয়েছেন।

ভাল থাকুন সবসময়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.