![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ে হয়ে গেলো চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহির। পাত্র পারভেজ মাহমুদ। পেশায় ব্যবসায়ী হলেও পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্সে। মাহির বিয়ে নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানা গুঞ্জন চলছে। বিয়ের পর হয়তো মাহি চলচ্চিত্র থেকে হারিয়ে যাবেন। অনেকেই এটাকে হতাশাব্যাঞ্জক হিসেবে উল্লেখ করেছেন।
অভিনেতা মিশা সওদাগর তার ফেসবুক পেজে জানিয়েছেন তিনি হতাশ ও উদ্বিগ্ন। তিনি বলেন, অভিনয়গুণে কেউ যখন জনপ্রিয়তা অর্জন করে তখন তিনি চলচ্চিত্রের সম্পদ হয়ে ওঠেন ও চলচ্চিত্রশিল্পের অংশ হয়ে ওঠেন। এ অবস্থায় হুটহাট কোনো সিদ্ধান্ত তার দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। তারকাদের হুটহাট বিয়েকে ‘ফাজলামো’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। মাহির বিয়ের ঘটনায় অনেকখানিই হতাশও হয়েছেন তিনি।
এর আগে চলচ্চিত্র অঙ্গন ও নাট্যঅঙ্গনের অনেকেই বিয়ের পর অভিনয়ের পাট চুকিয়ে রীতিমত সংসারী হয়ে উঠেছেন। এই দলে আছেন সারিকা, বিন্দু, সাহারা, শায়না আমিন ও লামিয়াসহ আরো অনেকে। বিয়ের এই তারকা অভিনেত্রীরা যেনো চুপিসারেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন। এদের একটু আধটু অভিনয়ে দেখা গেলেও নিয়মিত নন কেউই।
যদিও মাহিয়া মাহি একাবারে অভিনয় ছেড়ে দেবেন বলে ঠিক করেনি। গতকাল বুধবার সন্ধ্যায় উত্তরার একটি রোস্তোরাঁয় মাহি বলেন, ‘আমার কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দেবো। বছরে হয়তো একটি ছবিতে কাজ করবো। দর্শকরা যদি আমার ভক্ত হয় তবে তারা আমার একটি ছবি দেখার জন্যই অপেক্ষা করবেন।’
এ সময় মাহি তার স্বামী পারভেজকে সাংবাদিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘তিন বছর আগে থেকেই আমাদের পরিচয় ছিলো। আমি অপুকে প্রথম দেখেছিলাম ওর গাড়ির লুকিং গ্লাসে। আমি সিলেটে ছবির শুটিংয়ে গিয়েছিলাম তখন। আর ওই পরিচয়ের মাধ্যমেই পরিবারিকভাবেই আমাদের এ বিয়ে। তবে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো না।'
মাহি আরও বলেন ‘আমি ওকে শুধু পছন্দ করেছি ওর সরলতার জন্য। আর হানিমুন কোথায় করবো তা এখনও জানি না। তবে জুলাইতে সিলেটে শ্বশুরবাড়ি যাবো। আমার প্রিয় জায়গা সিলেটেই প্রথম হানিমুন করবো।’
এদিকে পারভেজের ভাষ্য, আমি মাহির রূপকে নয়, গুণকে ভালোবাসি। তার মনটা অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:২৭
suvokhan বলেছেন: লেখাটি আমার না। সংগৃহিত