নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

কসাই কাদেরের রায়

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মানুষ মেরেছে চারশত ষাট জন,

তার সাথে আছে ধর্ষণ ।

এসিড ছুড়লে হয় ফাসি,

রেফ করলে আরো বেশি।

বল দেখি ভাই, কি হবে রায়,

আগের রায়ে হয়েছে ফাসি,

জেনে রেখ ভাই।



হে মহান শহীদের স্বজনেরা, ভয় করো না,

স্বাক্ষিতে আছে মা বীরাঙ্গনা।

রক্তে ভেজা বাঙলাকে,

কলংক মুক্ত করতে,

মৃত্যুর ভয়কে মুটোয় পুরে,

মা যে গেছে স্বাক্ষী দিতে।

ত্রিশ লক্ষ শহীদ আর দু লক্ষ মায়ের ইজ্জতের মুল্য দিতে,

মা আমার স্বাক্ষী দিচ্ছে আদালতে।

রায় হবে ভাই রায় হবে,

কসাই কাদেরের ফাসি হবে।

বিশ্ব তাই তাকিয়ে আছে ভাই,

কখন হবে রায়,

হত্যা চারশত ষাট, অভিযোগ ছয়,

ধর্ষণ আছে গোটা কয়।

করছে ধর্ষণ এগারো বছরের মেয়েকে,

মারছে তার বাবা মাকে,

ছাড়েনি ওরা দু বছরের শিশুকে।

বাঙলা কলেজে পড়ত পল্লব,

করলো তারে গুলি,

উড়িয়ে দিল তার মাথার খুলি।

কবি মেহেরুন্নেছাকে করলো খুন,

সাথে তার পরিবার,

কারোর হবে না রক্ষা এবার।



এইবার শুনুন ভাই মৃত্যুপুরির কাহিনী,

আলোকদী গ্রামে এলো কসাই কাদের,

সাথে পাক হানাদার বাহিনী।

নির্বিচারে করলো গুলি,

পাখির মতো মারলো মানুষ,

দ্বিগ্বিদিক ছুটছে তারা,

কার বা আছে হুশ।

আহত অসংখ্য নিহত তিনশত চুয়াল্লিশ

এই বিচারের অপেক্ষাই আছি বছর একচল্লিশ।



সব খুনের প্রমান হলো,

রায় কি ভাই রায় কি?

জামাত শিবির দিয়েছে কঠোর কর্মসূচী,

রায় কি আর জানতে বাকি।

কার আছে কয়টা মাথা,

দেয় তার ফাসি,

সেই খুনিদের আবার হাসি,

কাদলো দেশবাসি।

সবুজ চত্ত্বর রক্তে ভেজা,

বুক ভাসালো জলে,

তবু ভাই মুখে কথা নাই,

যদি যেতে হয় জেলে।

জামাত শিবির আছে ওদের সাথে,

তোমার সাথে কে?

ট্রইবুনাল ছাড়বে না তোমায়,

যদি বল একেবেকে।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

নাইনটিন টেনটিন বলেছেন: জোশ.......

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

শুভ্র বিকেল বলেছেন: ধন্যবাদ তোমাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.