নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

তরুনদের নেত্রীত্ব একটি কমিটি গঠন করা হক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

বেশ কয়েক দিন পর আবার লেখা শুরু করলাম রাজিবের ইসু নিয়ে, রাজিব আমাদের আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট এ কথা এখন জোড় দিয়ে বলা যায়। কিন্তু আমাদের ভাবতে হবে রাজিব একা নয় আরও হিটলিস্টে আছে এছাড়াও আমাদের লক্ষ্য অর্জন করতে হবে, ৪২ বছরের দায়বদ্ধতা বা কলঙ্ক মুছতে হবে। তাই এখন ইউনাইটেড হতে হবে, এর কোন বিকল্প নেই আর আমাদের মনে রাখতে হবে শাহবাগের আন্দোলন খুব বেশী দিন ধরে রাখা যাবে না। তাই জামাত-শিবিরকে রুখতে সারা বাংলাদেশ জুড়ে একটি কমিটি গঠন করা উচিত এতেকরে আমেদের উদ্দেশ্য সাধন সহজ হবে। এটা হতে হবে প্রতিটি জেলায় প্রতিটি থানায় প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিভর্সিটি কলেজে। তরুন প্রজন্মের নামে ও নেত্রীত্বে এধরনের একটি সংগঠন করলে আশা করি দেশের মানুষ সাড়া দিবে সাহায্য সহযোগীতাও করবে। নিজেদের সেপটিও পাওয়া যাবে। আর মদ্দা কথা হল এখনি মোখ্খম সময়। ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে পাওয়া এদেশের জন্য আরও কিছু রক্ত দিতে হবে এর কলঙ্ক মুছতে। এখন যুবক বা তরুনদের এ দায়িত্ব পালন করতে হবে। জামাত-শিবিরের জন্য রাজিব হত্য খুবই প্রয়োজন ছিল। তারা খুবই ক্রিটিক্যাল রাজনিতী করে। ওদের এক হুমকিতে কাদের মোল্যার জাবজ্জীবন। এটা ওদের আরেকটি পরোক্ষো হুমকি ICT উপর তাছারা গৃহ যুদ্ধের যে হুমকি দিয়েছিল তার একটি বর্হিপ্রকাশ। সুতরাং যুদ্ধে জিততে হলে ওদের দাড়ানোর আগেই মাজা ভেঙ্গে দিতে হবে নচেৎ মাসুল দিতে হবে পুরা জাতিকে। হ্যা আমাদের মনে রাখতে হবে আমরা যারা আছি এদের অনেকে কাজের চেয়ে কথা বলি বেশী সুতরাং Find out করতে হবে কে প্রকৃত কর্মী এবং তার উপর ভিত্তি করে এখনি একটা কমিটি করা উচিত। যদি করা হয় আমরা যারা বাইরে আছি সর্বোচ্চ সাহায্য সহযোগীতা করবো ইনশাল্লা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.