![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সপ্তাহ পর্যবেক্ষনের কথা বলিয়া পাক্কা দুই সপ্তাহ গত হইয়া গেল তাহার পরও কোন লাল সবুজের সংকেত পাইতেছিনা। আমি কিছুই বুজিতে পারিতেছি না কি হইতেছে। এদিকে প্রতিদিন সামুকে লগ অন করিয়া দেখিয়া শুনিয়া, নিজেকে কমেন্ট করার অধিকার না পাইয়া রাগে দুঃখে ক্ষোভে মনঃক্ষুন্ন হইয়া চলিয়া যাইতেছি। আর মাথার মধ্যে শত সহস্র আইডিয়া আসিয়া ঘর পাক খাইয়া জ্যাম লাগিয়া আটকিয়া যাইতেছে। অতি দীর্ঘ সময় আটকিয়া থাকিলে গরমে বিস্ফরন ঘটিয়া মহা বিপর্যয় ঘটিতে পারে। তাহাছাড়া আপনি জানিয়া থাকবেন যে কোন একটা বিষয় মাথায় আসিলে তৎক্ষনাৎ ঐ বিষয়টি লিখিতে না পারিলে হাওয়া হইয়া বায়ুর সাথে মিশিয়া যায়। সুতরাং প্রতিদিন কয়েকটা ধারনা হাওয়া হইয়া আমি ক্ষতিগ্রস্ত হইতেছি। এখানে প্রচুর বন্ধুর লেখা দেখিয়া আমার ভাল লাগিয়াছে। এই ভাল লাগা থাকিতে থাকিতেই কমেন্ট করার রাইট পাওয়া আবশ্যক। একদা একটি গল্প পড়িয়াছিলাম, একজন লেখক একটি গল্পের বই পড়িতেছিল ট্রেনে বসিয়া, খুবই দারুন বই খুবই মজা লাগিতেছিল কিন্তু পড়িতে পড়িতে শেষে আসিয়া দেখেন বইয়ের কয়েকটি পেজ ছেড়া। লেখক বড়ই মনোঃক্ষুন্ন হইলেন আর মনে মনে ভাবিলেন আবার বইটা পাইলে পড়িব। অনেক দিন পড় লেখক আবার পাইলেন সেই বইট। মনোযোগ দিয়া পড়া শুরু করিলেন কিন্তু আগের মত আর ভাল লাগিল না। কিছুতেই তিনি পড়া শেষ করিতে পারিলেন না। সুতরাং লেখকের মত মনোঃক্ষুন্ন হইয়া মুখ ফিরিয়া নিতে ভাল লাগিবে না। তাই যথা সম্ভব তড়িৎ আপনার সিদ্ধান্ত জানাইয়া আমাকে বার্ধিত করিবেন ।
শুভেচ্ছান্তে,
শুভ বিকেল।
©somewhere in net ltd.