![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখককে ৭১ সম্পর্কে নতুন করে পড়া প্রয়োজন। তিনি মনে হয় পুরাপুরি অনুধাবন করতে পারেননি। আমি ৭১ দেখি নি কিন্তু মায়ের চোখে পানি দেখেছি, আমার মায়ের চোখের পানির প্রতিটি ফুটা আমার হৃদয়ের রক্তকণা হয়ে ঝরছে, বোনের বিভৎস চেহারা দেখেছি, তাই আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাকান না একটু জাতীয় পাতাকার দিকে এখনো লাল টক টকে রক্তের ছাপ লেগে আছে। তাকান না একটু ৩০ লক্ষ শহীদ পরিবারের দিকে, তাকান না ২লক্ষ সম্ভ্রমহানি মা বোনের পরিবারের দিকে, কি দেখেছেন? কিছুই না? একটু জাহানারা ইমামের দিকে তাকান যিনি যুদ্ধে দু দুটি সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন আবার ওনি দেশোদ্রোহীর মামলা মাথায় নিয়ে পৃথিবী ত্যাগ করেছেন তাও আবার রাজাকারের বিচার চেয়েছে বলে। কিছু কি উপলদ্ধি করতে পেরেছেন? যদি না পারেন তাহলে আমি আপনাকে বলব জ্ঞানপাপী। আপনারা দেখেন শুনেন জানেন কিন্তু উপলদ্ধি করতে পারেন না। কিছু দিন আগে খবরের কাগজে দেখলাম এক দরিদ্র মায়ের একমাত্র সন্তান এস এস সি পরিক্ষার ফর্ম পুরনে বাবার নাম লিখবে না এতে শিক্ষকেরা তাকে ফর্ম পুরন করতে দেননি। এখন যদী ঐ সন্তান পাকিস্থানি ঐরোসজাত হত? কেন সে পরিক্ষা দিতে পারবে না? জন্মে ঐ সন্তানের কি হাত ছিল? সারা বাংলার বুদ্ধিজীবি সমাজ ঐ সন্তানের জন্য একটুও ভালবাসা দেখাই নি, তার অধিকার ফিরিয়ে দেয়নি, তার অধিকার নিয়ে কেউ কথাও বলেনি। আজ বড় ভালবাসা নিয়ে এসেছেন যুদ্ধাপরাধীদের পক্ষে ছাপাই গাইতে । দেখেছেন জাতীয় পতাকা কিভাবে ছিড়ছে! দেখেছেন শহীদ মিনার কিভাবে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে! বায়তুল মোকাররমের কারপেট ও জায়নামাজে আগুন দিয়েছে! ভাংচুর করেছে টাইলস ভেঙ্গে ছুড়ে মেরেছে, ককটেল ফুটিয়েছে! ইসলাম কলুষিত করেছে. ইসলামের নাম ভাঙ্গিয়ে রাজনীতি করছে। কই একটা কথাওতো বললেন না! কেন? ধিক শতধিক।
©somewhere in net ltd.