নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্রতার মাঝেই আমি!!

শুভ্র বিকেল

নিজেকে জানুন ।

শুভ্র বিকেল › বিস্তারিত পোস্টঃ

শপৎ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

বার বার আমার মা হয় ধর্ষিতা,

আমি থাকি নিশ্চুপ নির্বিকার ।

আমি কতটা অধম?

আমি কতটা কুলঙ্গার?



বার বার ঝড়ছে

আমার বুকে রক্ত,

বার বার আমি হই

চোখের জলে সিক্ত।



আমি কি মানুষ?

নিজেকে প্রশ্ন করি,

বল কিসে আমি

বার বার ডরি?



শিয়াল শকুনের কাজ

বার বার করবে তারা,

তোমার কাজ কি?

ভাবি নি একবার মোরা।



হে কুলাঙ্গার পুত্র,

তোমার জন্ম বৃথা,

আমার মনে সর্বদা

জাগে এ কথা।





কাঁদ হে পুত্র,

যদি তোমার বাহুতে না থাকে বল,

তুমি ভিতু তুমি কাপুরুষ,

তাই তোমায় দেখিতে হবে অশ্রুজল।



তুমি কি দেখনি ৫২, ৬৬, ৬৯ কিম্বা ৭১?

তুমি কি দেখনি রক্তে ভেজা ঐ লাল সবুজের পতাকা?

তুমি কি শোননি ভাসানী মুজিব ফজলুল হকের কথা?

তুমি কি শোননি চির সবুজের উপর রক্ত থোকা থোকা?



চির চেনা সে রক্তে

তুমি কেন কর ভয়?

শপৎ কর আজি দীপ্ত কন্ঠে,

হবেই তোমার জয়।



জাতীয় পতাকে ছিড়েছে

ভেঙ্গেছে শহীদ মিনার,

চালিয়েছে ১৬ কোটি উপর,

কঠিন কঠোর স্ট্রিম রুলার।



তবু তোমার বধোদয় হয়নি

আছ তুমি ঘুমিয়ে,

বুঝবে ওগো তুমি

সময় যখন যাবে ফুরিয়ে।



আন্দোলন কর সংগ্রাম কর

জয় কর তোমার অধিকার,

হাতে হাত ধর শপৎ কর

এ দেশ তোমার আমার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার আবেগ হৃদয়স্পর্শী, তবে একেবারে শিরোনামের বানানটাই ভুল। সম্পাদনা প্রয়োজন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক ধন্যবাদ। বেশ আগে লেখা আর বানানের দুর্বলতা থেকেই যাচ্ছে। সম্পাদনা করে নিচ্ছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.